Home First Lead সিলেটে এমপি মোকাব্বিরের গাড়িতে হামলা

সিলেটে এমপি মোকাব্বিরের গাড়িতে হামলা

মোকাব্বির খান
  • অভিযোগের তীর দু’ আওয়ামী লীগ নেতার দিকে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

সিলেট: গণফোরাম নেতা, সিলেট-২ আসনের এমপি  মোকাব্বির খানের গাড়িতে হামলা হয়েছে।

সোমবার বিকেলে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

উপজেলা আওয়ামী লীগের দুজন নেতার নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন এমপি মোকাব্বির। ইটের আঘাতে তার গাড়ির সামনের একটি গ্লাস ভেঙেছে।  তবে তিনি ও তার সফরসঙ্গীরা অক্ষত আছেন।

একাধিক সূত্র জানায়, এমপি মোকাব্বির খান এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা এসএম নুনু মিয়ার বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে।

বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা গণমাধ্যমকে জানান, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগদানের জন্য এমপি মোকাব্বির খান বিশ্বনাথে যান। গাড়িটি উপজেলা পরিষদ এলাকায় পৌঁছালে কিছু লোক হঠাৎ স্লোগান শুরু করে। এ সময় এমপির গাড়ি লক্ষ্য করে একটি ইট ছোড়া হয়। এতে গাড়ির একটি গ্লাস ভেঙেছে। লিখিত অভিযোগ পাওয়ার পর এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সূত্র জানায়, এমপি মোকাব্বির খান ও উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়ার মধ্যে বিরোধ চলছে। আইনশৃঙ্খলা কমিটির সভায় এমপি যোগদান করবেন, এ কথা জেনে উপজেলা চেয়ারম্যান পাশেই আরেকটি শোকসভা আয়োজন করেন। এই শোকসভায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে কয়েকজন এমপির গাড়িতে ঢিল ছুড়েছে।

হামলার ঘটনার পর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগদান করেন এমপি মোকাব্বির। সভায় বক্তব্যকালে এমপি বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ ও সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমদের নেতৃত্বে আমার গাড়িতে হামলা চালানো হয়েছে। অবিলম্বে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

ওই সভায় উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খানও এমপির গাড়িতে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।