বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: লালদীঘির পাড় হকার্স মার্কেটে আগুনে পুড়েছে শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। শত কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
সোমবার ভোররাত ৩টার দিকে ওই মার্কেটের ভেতরে ৫ নম্বর গলিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালায়। কিন্তু পানি সংকটে নিয়ন্ত্রণে আসছিল না আগুন।
এরপর সিলেটের সব উপজেলার ফায়ার সার্ভিসের ইউনিটগুলোকে ডাকা হয়। খবর দেয়া হয় সুনামগঞ্জ সদর-ছাতকসহ কয়েকটি উপজেলার দমকল বাহিনীর ইউনিটকেও।
এদিকে, প্রায় ৩ ঘণ্টা চেষ্টা করে যখন আগুন নিয়ন্ত্রণে আসছিল না। এরপর সকাল সোয়া ৬টার দিকে ঝড়-বৃষ্টি এসে আগুন নিভে যায়।