বিজনেসটুডে২৪ডেস্ক:
খারতুমে সুদানের রাষ্ট্রপতি ভবনের সম্পূর্ণ দখল নিল সেনা। সে দেশের সরকারি মিডিয়া এবং সামরিক বাহিনী সূত্রে খবর এমনটাই। একাধিক ভিডিয়ো এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, পর পর বিস্ফোরণ হচ্ছে প্রেসিডেন্সিয়াল প্যালেসের সামনে। পুড়ে ছাই বহু গাড়ি। ভেঙে পড়েছে প্যালেসের একাংশ। তার মধ্যেই বন্দুক হাতে শুরু সেনাবাহিনীর উল্লাস। যদিও এই ভিডিয়োগুলির সত্যতা যাচাই করেনি এই সময় অনলাইন।
গত বছর এপ্রিল মাসে খারতুমে রাষ্ট্রপতি ভবনের দখল নিয়েছিল দেশের আধাসামরিক বাহিনী। তবে এ বার তা ছিনিয়ে নিতে সক্ষম হলো প্রতিদ্বন্দ্বী সেনাবাহিনী। গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদানে রাষ্ট্রপতি ভবনের পুনর্দখল তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশ। অর্থাৎ এ বার মধ্য সুদান শাসন করবে এই বাহিনীই।
২০২১ সাল থেকে সুদানের সামরিক বাহিনীর প্রধান জেনারেল আবদেল-ফাত্তাহ বুরহানই সুদানের শাসক হিসেবে বিবেচিত হচ্ছেন। তাঁর ডেপুটির দায়িত্বে রয়েছেন RSF-এর প্রধান জেনারেল মহাম্মদ হামদান দাগালো। তবে দু’জনের মধ্যে সম্পর্কের ক্রমশ অবনতি হতে থাকে। আধাসামরিক বাহিনী অর্থাৎ RSF-কে মূল সামরিক বাহিনীতে অন্তর্ভূক্তি করে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন জেনারেল আবদেল-ফাত্তাহ বুরহান। সেই থেকেই শুরু হয় গৃহযুদ্ধ। ২০২৩ সাল থেকে পরিস্থিতি জটিল হয়ে ওঠে।স্থানীয় মিডিয়া সূত্রে আরও জানা গিয়েছে, রাষ্ট্রপতি ভবন হাতছাড়া হলেও খারতুমের কিছু এলাকা, সংশ্লিষ্ট ওমদুরমান প্রদেশ এবং দক্ষিণ সুদান থাকবে আধাসামরিক বাহিনীর হাতেই।
🟢Footage showing the first Army soldiers entering the Palace.
This UAE sponsored militia captured the Palace in the first hours after launching its assault to take over the capital; but the plot to takeover Sudan failed and now these terrorists face being routed in to oblivion pic.twitter.com/H9KBg5rD8u
— Mohanad (@MohanadElbalal) March 21, 2025