Home Uncategorized মহামায়া লেকে অবমুক্ত ৩০০ সুন্ধি কাছিম

মহামায়া লেকে অবমুক্ত ৩০০ সুন্ধি কাছিম

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

মিরসরাই, (চট্টগ্রাম) : বড়তাকিয়া বাজার থেকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে বস্তাভর্তি ৩০০ সুন্ধি কাছিম। বন বিভাগ এগুলো উদ্ধার করে মহামায়া লেকে অবমুক্ত করেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বস্তাভর্তি সুন্ধি কাছিম ‍উদ্ধার করেন বড়তাকিয়া বিট কর্মকর্তা মো: মামুন। ধারণা করা হচ্ছে এই কাছিম পাচার করা হচ্ছিল। বনবিভাগের লোক দেখে ফেলে সটকে পড়েছে। বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-২ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত। উদ্ধারকৃত কাছিমগুলো রাত ৯ টায় লেকে ছেড়ে দেয়া হয়েছে বলে বনবিভাগ সূত্রে জানা গেছে।

সুন্ধি কাছিমের ইংরেজি নাম flapshell Turtle, বৈজ্ঞানিক নাম Lissemys punctata। লোনাজলে দেখা পাওয়া যায় না। স্বাদুপানিই ওদের আবাসস্থল। সুন্ধি কাছিম দেশের সব জলাশয়ে আগে অনেক দেখা গেলেও এখন এর সংখ্যা কম। শুকনো মৌসুমে মাছের জন্যে খাল-বিল, হাওর-বাওর সেচ করলেই দেখা মিলতো একাধিক কাছিম। বর্তমানে আবাসস্থল ধ্বংস, অবৈধ শিকার ও জলাশয় দূষণের কারণে বিপন্ন হচ্ছে উপকারী এ প্রাণী।

প্রাণী বিশেষজ্ঞরা জানিয়েছেন, বাংলাদেশ ছাড়াও নেপাল, পাকিস্থান, ভারত, মায়ানমার ও শ্রীলঙ্কাতেও আছে সুন্ধি কাছিম। প্রতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত এদের প্রজনন মৌসুম। এটি মিঠাপানির কাছিম হওয়ায় ডিম দিতে ওই সময়ে ডাঙায় উঠে ওরা। তাদের খাদ্য তালিকায় রয়েছে জলজ উদ্ভিদ ও ছোট ছোট প্রাণী।