করোনাভাইরাস সৃষ্ট পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জামাদির দুস্প্রাপ্যতা ও উচ্চমূল্য ত্রাণের চেয়েও বড়ো সংকট বলে মত প্রকাশ করেছেন জনদুর্ভোগ লাঘবে জনতার ঐক্য চাই শীর্ষক নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।
তিনি মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে উপরোক্ত মত প্রকাশ করেন।
বলেন, দেশের নাগরিকগণ স্বাস্থ্য মন্ত্রণালয় এবংবিশ্ব সংস্থা কর্তৃক নির্দেশনা মেনে চলে দৈনন্দিন জীবন যাপন করতে বদ্ধপরিকর। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিশ্ব সংস্থার নির্দেশনার সাথে সাথেই জনগনের ব্যবহার্য স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম যেমন মাস্ক, সাবান, তরল সাবান, হেক্সিসল, হ্যান্ড স্যানিটাইজার, ডেটল এবং স্যাভলনের কৃত্রিম সংকট সৃষ্টি করে জনগনকে ভোগান্তিতে ফেলেছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। তাছাড়া অনেক সময় উচ্চমূল্যে কিনতেবাধ্য করা হচ্ছে এসব পন্য। আবার অনেক সময় উচ্চমূল্যেও কিনতে পাওয়া যাচ্ছে না এসব সুরক্ষা সরঞ্জামাদি।
যারা জনগনের স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জামাদির কৃত্রিম সংকট সৃষ্টি করে জনগনকে মৃত্যুর মুখোমুখি ঠেলে দিচ্ছে তারা এক প্রকার হত্যাকান্ডের সাথেও সংশ্লিষ্ট বলেওমত প্রকাশ করেন তিনি। নিশ্চিতভাবেই বলা যায় এসব ব্যবসায়ীরা ভোগ্যপণ্য সিন্ডিকেটের অন্যতম সহযোগী। এ ব্যপারে সরকারকে দ্রুততার সাথে পদক্ষেপ গ্রহণ করে অবিলম্বে এসব দুষ্টচক্রের সিন্ডিকেট ভেঙ্গে দেওয়ার জন্যও সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট বিনীত আবেদন জানান তিনি।