বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।
ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯৭৫ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ১৬১ কোটি ৮২ লাখ টাকা কম। গতকাল লেনদেন হয়েছিল এক হাজার ১৩৭ কোটি ৩৪ লাখ টাকার।
ডিএসই ও সিএসই সূত্র জানায়, আজ (মঙ্গলবার) ডিএসইতে মোট ৩৫৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৪টির, দর কমেছে ১৮৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮৮টি কোম্পানির।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৯০ পয়েন্ট। সিএসইতে লেনদেন হয়েছে ৪৭ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার।
সিএসইতে মোট ২৬২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৮টির, দর কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির।
এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৯৮ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৫ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমেছে।