Home অন্যান্য সেই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

সেই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ইউপি চেয়ারম্যান আ. সাত্তার

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: ত্রাণের জন্য ৩৩৩ নম্বরে ফোন করায় ক্ষুব্ধ সেই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হয়েছে।

নাটোরের লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা নিশ্চিত করেছেন যে পুলিশ অভিযুক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রহণ করেছে।

সেলিম রেজা জানান, “১২ই এপ্রিল ভুক্তভোগী শহীদুল ৩৩৩ নম্বরে ফোন করে সহায়তা চাওয়ায় স্থানীয় চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে তাকে লাঠি দিয়ে আঘাত করেন। ঐ ঘটনায় চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।”

হটলাইনে ত্রাণ চাওয়ায় ইউপি চেয়ারম্যানের আক্রোশের শিকার কৃষক শহীদুল ইসলাম

জানা যায়, লালপুর উপজেলার ৯নং অর্জুনপুর-বরমহাটি (এবি) ইউনিয়নের আঙ্গারিপাড়া গ্রামের কৃষক শহিদুল ইসলামসহ প্রায় ৩০০ জন করোনা সংক্রমণ পরিস্থিতিতে বেকার হয়ে পড়েছেন। তিনি টেলিভিশনের মাধ্যমে জানতে পারেন ৩৩৩ নম্বরে ফোন করলে খাদ্য সহায়তা পাওয়া যাবে। পরে তিনি ১০ এপ্রিল ৩৩৩ নম্বরে ফোন করে তার নিজের ও অন্যদের জন্য খাদ্য সহায়তা চান।

৩৩৩ নম্বর থেকে তাকে খাদ্য সহায়তার আশ্বাস দেয়া হয়। ৩৩৩ নম্বর থেকে স্থানীয় উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানানো হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যানকে ওই এলাকায় ত্রাণ সহায়তা দেয়ার জন্য নির্দেশ দেন।

এর দুদিন পর ১২ এপ্রিল স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. সাত্তার, চৌকিদার দিয়ে ডেকে এনে কৃষক শহিদুলকে মারপিট করেন।

চেয়ারম্যান কৃষক শহিদুলকে ধমক দিয়ে বলেন, তুই ৩৩৩ নম্বরে ফোন করেছিস কেন, এতে আমার ও এলাকার সম্মান নষ্ট হয়েছে। এসব কথা বলে কৃষক শহিদুল ইসলামকে মারধর করেন। চেয়ারম্যান ধমক দিয়ে আরও বলেন, বিষয়টি আর কাউকে জানাবি না।

পরে বিষয়টি সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার রাতে কৃষক শহিদুল ইসলাম বাদী হয়ে চেয়ারম্যান আ. সাত্তারের বিরুদ্ধে লালপুর থানায় একটি অভিযোগ করেছেন।