বিজনেসটুডে২৪ ডেস্ক
মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র অঙ্কনকারী সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিকস সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি’র এক প্রতিবেদনে সোমবার এ কথা জানানো হয়েছে।
সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মার্কারিড শহরের কাছে লার্স ভিকসকে বহনকারী বেসামরিক পুলিশের গাড়ির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় দুই কর্মকর্তাও নিহত হন। আহত হন ট্রাকের চালকও।
গত ২০০৭ সালে কুকুরের দেহে মুহাম্মদ (সা.) এর মাথা জুড়িয়ে দিয়ে একটি ব্যঙ্গচিত্র আঁকেন ভিকস। এতে মুসলিম ধর্মাবলম্বীরা ক্ষুব্ধ হন। কারণ, ইসলামে নবীর যেকোনো ধরনের চিত্র অঙ্কন নিষিদ্ধ।
ওই ব্যঙ্গচিত্রের ঘটনায় হত্যার হুমকি পেয়ে ৭৫ বছর বয়সী এই কার্টুনিস্ট পুলিশি নিরাপত্তা নিয়েই চলাফেরা করতেন।
রবিবারের দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তবে ভিকসের পার্টনার স্থানীয় সংবাদমাধ্যম দগেনস নিহেতার-কে বিষয়টি নিশ্চিত করেছেন।
এক বিবৃতিতে পুলিশ বলেছে, কীভাবে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে তা পরিষ্কার নয়। প্রাথমিকভাবে এই ঘটনায় অন্য কেউ জড়িত কিনা এমন কিছু মনে করার নেই।
ওই ব্যঙ্গচিত্রের ঘটনায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ২২টি মুসলিম দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে বসতে হয় প্রধানমন্ত্রী ফ্রেডরিক রাইনফেল্ডকে।
ব্যঙ্গচিত্র প্রকাশের পর ভিকসকে হত্যা করতে পারলে ১ লাখ ডলার পুরস্কার ঘোষণা করে ইরাকের আল-কায়েদা গোষ্ঠী।
কোপেনহেগেনে ২০১৫ সালে বাক্স্বাধীনতার ওপর এক বিতর্কে অংশ নেন ভিকস। সেখানে গুলিতে একজন চলচ্চিত্র নির্মাতা নিহত হন। তবে তাকে লক্ষ্য করে এ হামলা হয়ে থাকতে পারে বলে জানান ভিকস।