বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম মোছা. কামরুন্নাহারকে বিচারিক কার্যক্রম থেকে প্রত্যাহার করে আইন ও বিচার বিভাগে সংযুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
সুপ্রিম কোর্ট থেকে এ সংক্রান্ত চিঠি রবিবার সকাল সাড়ে ৯টায় মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।
তিনি বলেন, ফৌজদারি বিচারিক ক্ষমতা সাময়িকভাবে প্রত্যাহার করে বিচারক কামরুন্নাহারকে বর্তমান কর্মস্থল হতে প্রত্যাহার করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।
রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার রায়ে দেওয়া পর্যবেক্ষণ নিয়ে সৃষ্ট বিতর্কের পর তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হলো।
গত ১১ নভেম্বর রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার রায়ে ধর্ষণের ৭২ ঘণ্টা পর পুলিশকে মামলা না নিতে পর্যবেক্ষণ দেন বিচারক কামরুন্নাহার।
রায়ে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ পাঁচ আসামির বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক তাদের খালাস দেন।
খালাস পাওয়া অপর চারজন হলেন- সাফাতের বন্ধু নাঈম আশরাফ ওরফে এইচএম হালিম, সাদমান সাকিফ, দেহরক্ষী রহমত আলী ও গাড়িচালক বিল্লাল হোসেন।