Home সারাদেশ সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার

সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

বান্দরবান: জেলার রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নে পার্বত্য জনসংহতি সমিতি (মূল জেএসএস) এর আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রসহ গুলি ও সরঞ্জাম উদ্ধার করেছে বান্দরবান সেনা জোন।

বুধবার (২৮ এপ্রিল) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান সেনা জোন কমান্ডারের নির্দেশে সন্ত্রাসী‌দের আস্তানায় অভিযান চালায় সেনা বাহিনীর এক‌টি ইউনিট।

সন্ত্রাসীরা সেনা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাহাড়ের উপর থেকে প্রায় ৬ রাউন্ড গুলি চালায়। পরে সেনাবাহিনীও তাদের লক্ষ্য করে গুলি করলে এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। প‌রে সন্ত্রাসী‌দের ওই আস্তানা থে‌কে ১টি পিস্তল, একে ৪৭ এর ম্যাগজিন, একাধিক এমোনিশন বাউন্ডুলিয়ারসহ বিপুল পরিমাণ গোলাবারুদ, যোগাযোগ যন্ত্র, ১৩ টি মোবাইল, ওয়াকিটকি, সোলার চার্জার, জনসংহতি সমিতির আদর্শ ও নীতিমূলক বই ও ডায়রি, দেশীয় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, চাঁদা হিসাবে আদায়কৃত বিপুল পরিমাণ অর্থ, নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার্য সরঞ্জাম ও সন্ত্রাসীদের ব্যবহৃত (জলপাই রং) একাধিক ইউনিফর্ম উদ্ধার করা হয়।

বান্দরবান সদর জোন কমান্ডার লে. কর্নেল আখতার উস সামাদ রাফি জানান, পাহাড়ে সন্ত্রাস দমনে সর্বদা সেনাবাহিনী তৎপর। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।