বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ফেনী: ওমিক্রনে সংক্রমিত দেশ আফ্রিকা থেকে সোনাগাজী ফেরত এনামুল হক (২৭)’এর বাড়িতে লাল পতাকা টানিয়ে দিয়েছে প্রশাসন। তাকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এম জহিরুল হায়াত বুধবার বিকেলে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইছহাক খোকনকে ওই যুবকের বাড়িতে পাঠান। এ সময় ওই বাড়িতে লাল পতাকা টাঙিয়ে লকডাউন ঘোষণা করা হয়।
এনামুল হক উপজেলার বগাদানা ইউনিয়নের আড়কাইম এলাকার ইসহাক মুক্তারবাড়ির করিমুল হকের ছেলে। গত ২৬ নভেম্বর তিনি দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরেছেন।
স্থানীয় বগাদানা ইউপি চেয়ারম্যান ইছহাক খোকন বলেন, উপজেলা প্রশাসনের নির্দেশে তার ইউনিয়নে আফ্রিকা থেকে আসা ওই যুবকের বাড়ি লকডাউন করাসহ তাকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কোয়ারেন্টাইনে থাকাকালে তার কোনো সহায়তার প্রয়োজন হলে আমরা তা নিশ্চিত করব।
দক্ষিণ আফ্রিকা ফেরত প্রবাসী এনামুল হক বলেন, গত নভেম্বর মাসের ১৭ তারিখে আমি বাংলাদেশ আসার জন্য দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ বিমান বন্দরে প্রবেশ করলে কর্তৃপক্ষ আমাকে ৮ দিন কোয়ারেন্টাইনে রাখেন। পরে ২৬ নভেম্বর বিমানে ওঠার অনুমতি দিলে দেশে ফেরত আসি। দক্ষিণ আফ্রিকার যে এলাকায় আমি ছিলাম সেখানে ওমিক্রন সংক্রমণ ছিল না। দেশে ফেরত আসার পর সতর্কতার জন্য প্রশাসনের নির্দেশনা মেনে চলছি।