Home Second Lead ইতিহাসে সর্ব শিখরে সোনার দাম

ইতিহাসে সর্ব শিখরে সোনার দাম

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৪ হাজার ৬২৬ টাকা। দাম বেড়েছে ১,৭৫০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৯৯ হাজার ৯০২ টাকা নির্ধারণ করা হয়েছে। ১ হাজার ৬৯১ টাকা বেড়েছে ভরিতে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনা ৮৫ হাজার ৬১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৭১ হাজার ৩২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: সোনার দাম পৌঁছেছে ইতিহাসের সর্বশিখরে। সোমবার থেকে ভাল মানের ভরি ১ লাখ ৪ হাজার ৬২৬ টাকা নির্ধারণ করা হয়েছে। দাম বেড়েছে ১ হাজার ৭৫০ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এনামুল হক ভুইয়া লিটন জানান, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুস সোনার নতুন দাম নির্ধারণ করেছে। যা সোমবার থেকে কার্যকর ।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৪ হাজার ৬২৬ টাকা। দাম বেড়েছে ১,৭৫০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৯৯ হাজার ৯০২ টাকা নির্ধারণ করা হয়েছে। ১ হাজার ৬৯১ টাকা বেড়েছে ভরিতে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনা ৮৫ হাজার ৬১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৭১ হাজার ৩২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, মার্কেটে বিভিন্ন ধরনের অর্থাৎ বিভিন্ন ক্যারেটের সোনা পাওয়া যায়। ২৪,২২,১৮ ক্যারেটের সোনা বিক্রি হয়। বিভিন্ন ক্যারেটের সোনার দামের মধ্যে পার্থক্য প্রচুর। ক্যারেট এখানে সোনার বিশুদ্ধতা পরিমাপের একক। ২৪ ক্যারেট সোনা হলো সোনার সবথেকে বিশুদ্ধতম (৯৯.৯৯%) রূপ। এটিকে পাকা সোনা বলা হয় আর এই সোনার বাজার দর সবথেকে বেশি। ২২ ক্যারেট (৯১.৬৭%) সোনাটি হলো গহনার সোনা, বাজারে বেশীরভাগ সোনা ২২ ক্যারেটে বিক্রি হয়। এই সোনার রেট ২৪ ক্যারেট সোনার চেয়ে কম ।বাজারে প্রচলিত ১৮ ক্যারেট (৭৫%) সোনার দাম আরও কম।

সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপা ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রুপা ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপা ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপা ১ হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।