বিজনেসটুডে২৪ ডেস্ক
হযরত মুহম্মদ (সা.) ব্যঙ্গচিত্র ঘটনাকে কেন্দ্র করে ফ্রান্সের বিরুদ্ধে অগ্নিগর্ভ হয়ে ওঠে পাকিস্তান। এই বিক্ষোভের জেরে ফেসবুক, টুইটার, টিকটক এবং ইনস্টাগ্রামসহ কয়েকটি সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান।
শুক্রবার (১৬ এপ্রিল) এ নিষেধাজ্ঞা জারি করে দেশটি।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, সরকার সাময়িকভাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি বন্ধ করে দিয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তান টেলিযোগযোগ কর্তৃপক্ষকে (পিটিএ) প্ল্যাটফর্মগুলি ব্লক করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। এর মধ্যে রয়েছে হোয়াটসঅ্যাপ, ইউটিউব এবং টেলিগ্রামও।
দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, উগ্র ইসলামপন্থী গোষ্ঠীর সদস্যরা ফ্রান্সে মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র ছাপানোর প্রতিবাদে সহিংস বিক্ষোভ শুরু করেছে। তারা বিক্ষোভে ইন্ধন দিতে সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করতে পারে। এ কারণে সরকার প্ল্যাটফর্মগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।