বিজনেসটুডে২৪ ডেস্ক
হজ ব্যবস্থাপনাকে আরও নিখুঁত ও আরামদায়ক করতে নানা পদক্ষেপ হাতে নিয়েছে সউদি আরব। এরই অংশ হিসেবে হজযাত্রীদের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করছে সরকার।
এ বছর পবিত্র হজ মরসুমে ২১ হাজার উন্নতমানের বাস প্রস্তুত করার কথা জানিয়েছে দেশটি। কর্তৃপক্ষ জানায়, আসন্ন মরসুমে ২০ লক্ষ মানুষ পবিত্র হজে অংশ নেবেন আশা করা হচ্ছে। হজের সময় যাত্রীদের পরিবহণের কাজে ২১ হাজার বাস প্রস্তুত রাখা হয়েছে।
সউদি আরবের সিন্ডিকেট অব কারসের মুখপাত্র রুবা আল-গুসন জানান, আসন্ন হজ মরসুমে আগত হজযাত্রীদের পরিবহণের জন্য ৬৫টি কোম্পানি থেকে এখনও পর্যন্ত ২১ হাজার বাসের বরাদ্দ নিশ্চিত হয়েছে। এর আগে হজ ও উমরাহ যাত্রীদের ভোগান্তি কমাতে জেদ্দা বিমানবন্দর থেকে মক্কা পর্যন্ত উড়ন্ত ট্যাক্সি চালুর ঘোষণা করা হয়। বৈদ্যুতিক এসব যানের মাধ্যমে মক্কার পবিত্র বাইতুল্লাহ শরিফ এবং এর আশপাশের হোটেলগুলোতে যাত্রী পরিবহন করা হবে।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। ৯ মে থেকে সউদি আরবে হজযাত্রীদের আগমন শুরু হবে।