Home First Lead স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স পরিচালকরা ৬০ লাখ শেয়ার কিনছেন

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স পরিচালকরা ৬০ লাখ শেয়ার কিনছেন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডের ছয় পরিচালক ৬০ লাখেরও বেশি শেয়ার কিনছেন। ৩০ কার্যদিবসের মধ্যে তারা এই শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।

বিমা আইন ২০১০ এর ২১ (৩) ধারা অনুসারে সাধারণ বিমার ন্যূনতম ৪০ কোটি টাকা পরিশোধিত মূলধন থাকতে হবে। আর এর ৬০ শতাংশ হতে হবে উদ্যোক্তাগণ কর্তৃক পরিশোধিত। সেই শর্ত পূরণে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৬পরিচালক ৬০ লাখেরও বেশি শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।

আইডিআরএ চেয়ারম্যান এম মোশাররফ হোসেন বিমা বিটের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় রবিবার জানিয়েছিলেন, আইনে যা তা কোম্পানিগুলোকে পালন করতে হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে এই আইন পরিপালনে শেয়ার কিনতে হবে। এখানে কিছুটা সময় প্রয়োজন। তবে তাদের অবশ্যই আইন অনুযায়ী তা বাস্তবায়ন করতে হবে।

স্টান্ডার্ড ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধন ৪২ কোটি ২৯ লাখ ৬৬ হাজার টাকা। কোম্পানিটির ৫১.৩৬ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের রয়েছে। কোম্পানি সূত্রে জানা গেছে, বিমা আইন ২০১০ এর ২১ (৩) ধারা পরিপালনে উদ্যোক্তা পরিচালকরা ঘোষণা দিয়েছেন শেয়ার কেনার।

উদ্যোক্তা পরিচালক হোসনা আরা বেগম কিনবেন ১২ লাখ ৮ হাজার শেয়ার। ফরিয়া রহমান ও মাহমুদা বেগম কিনবেন ৭ লাখ ৫৫ হাজার করে শেয়ার। পরিচালক আতিকুর রহমান কিনবেন ৭ লাখ ৫৬ হাজার ৫৭৫টি শেয়ার। এ কে এম মোশাররফ হোসেন কিনবেন ৬ লাখ ৫ হাজার ৫৭৪টি শেয়ার।

গত ১৬ জুন। সেদিন মোট তিন জন পরিচালক হাসনাত মোশাররফ ও হাসিব মোশাররফ ৬ লাখ ৪ হাজার করে এবং তাসমিয়া রহমান ৭ লাখ ৫৫ হাজার শেয়ার কেনার ঘোষণা দেন।

কোম্পানিটির মোট শেয়ার ৪ কোটি ৩২ লাখ ৯৬ হাজার ৫৯৩ টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে আছে ৫১.৩৬ শতাংশ । কোম্পানিটির মোট শেয়ারের ৪১.৭৪ শতাংশ বা ১ কোটি ৮০ লাখ ৭১ হাজার ৯৯৮টি শেয়ার আছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে। ২৯ লাখ ৮৭ হাজার ৪৬৪টি শেয়ার আছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে।