Home Second Lead স্থগিত পরীক্ষা চালুর দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

স্থগিত পরীক্ষা চালুর দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

সারা দেশে মেলা হচ্ছে, পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো খোলা এবং গণপরিবহন চালু রয়েছে; সেখানে পরীক্ষা বন্ধ রেখে আমাদের জীবনকে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে।

শাকিল মন্ডল, রাঙামাটি থেকে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা অবিলম্বে চালুর দাবিতে মানববন্ধন করেছে রাঙামাটি সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকালে রাঙামাটি সরকারি কলেজের প্রধান ফটকের সামনে রাঙামাটি-চট্টগ্রাম প্রধান সড়কের পাশে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- রাঙামাটি সরকারি কলেজের স্নাতক (রাষ্ট্রবিজ্ঞান) চতুর্থ বর্ষের শিক্ষার্থী নেপোলিয়ন চাকমা, হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. মারুফ, বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোমিন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সালমা আক্তার।

মানববন্ধন কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, ‘এমনিতে করোনার কারণে প্রায় দুই বছর সকল ধরনের শিক্ষা কার্যক্রম থেকে আমরা পিছিয়ে পড়েছি। গত বছর স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষার কথা থাকলেও করোনার কারণে তাও হয়নি। যখন সুষ্ঠুভাবে সকল বর্ষের পরীক্ষা চলছিলো তখন হঠাৎ করোনার কারণে বন্ধ ঘোষণা করা হয়। এতে আমরা চাকরি জীবন থেকে আবারও পিছিয়ে পড়বো।’

বক্তারা বলেন, সারা দেশে মেলা হচ্ছে, পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো খোলা এবং গণপরিবহন চালু রয়েছে; সেখানে পরীক্ষা বন্ধ রেখে আমাদের জীবনকে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার নতুন তারিখ ঘোষণারও দাবি জানান বক্তারা।