২২ ক্যারেট স্বর্ণের ভরি ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: নতুন রেকর্ড সৃষ্টি হওয়ার মাত্র সাত দিনের মাথায় আর এক দফায় দাম বাড়লো স্বর্ণের। আজ সোমবার থেকে এই দাম কার্যকর। সবচেয়ে উৎকৃষ্ট মানের যা ২২ ক্যারেট হিসেবে পরিচিত সেটার ভরি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা। দাম বাড়লো ১ হাজার ৭৪৯ টাকা। দেশের বাজারে এটাই এ যাবৎকালে সর্বোচ্চ দাম।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে । বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি রবিবার বৈঠক করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
এর আগে, গত ২৭ অক্টোবর এবং ৬ ও ১৯ নভেম্বর স্বর্ণের দাম বাড়ানো হয়। ১৯ নভেম্বর ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বাড়ানো হয়। দাম বেড়ে হয় ১ লাখ ৬ হাজার ৩৭৬ টাকা। যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যায়।
বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন-এর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের ১ হাজার ৭৪৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়ে ১ লাখ ৩ হাজার ২২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে ৮৮ হাজার ৪৭১ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৬৬ টাকা বাড়িয়ে ৭৩ হাজার ৭১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।