বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে আপাততঃ স্বর্ণ আমদানি বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন খাতুনগঞ্জ ট্রেড এন্ড ই্ন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, চিটাগাং চেম্বারের সাবেক পরিচালক ছৈয়দ ছগীর আহমদ।
এক বিবৃতিতে তিনি বলেন, স্বর্ণ হচ্ছে বিলাসী পণ্য। দেশের সংখ্যাগরিষ্ঠ সাধারণ ভোক্তাই এই বিলাসী পণ্যের ক্রেতা নন। স্থানীয় বাজারে স্বর্ণ কেনার ক্রেতা এখন সর্বনিম্ন পর্যায়ে। ডলার সংকটের মধ্যে বৈদেশিক মুদ্রার মজুতের ওপর চাপ কমাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তিনি বলেন, স্বর্ণ আমদানি খাতেও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ হয়। আপাতত এই বিলাসী পণ্যটি আমদানি বন্ধ করা হলে ডলার সংকটের মধ্যে এখাতে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। তাই প্রয়োজন এখনই এ ব্যাপারে পদক্ষেপ নেয়া।

পরিসংখ্যানে অনুসারে দেশে বছরে ২০ থেকে ৪০ হাজার কেজি স্বর্ণের চাহিদা রয়েছে। বাংলাদেশ জুয়েলারি সমিতির হিসেবে বছরে দেশে চাহিদা ২১ মণ।
ব্যাগেজ রুলের আওতায় আমদানি হয় ১ হাজার কেজির কম। মাঝে-মধ্যে এর পরিমাণ বেড়ে যায়। চোরাচালানের মাধ্যমে আটক হয় গড়ে ২ হাজার কেজি।
এর বাইরে আরও বিপুল পরিমাণ স্বর্ণ বিদেশ থেকে বাংলাদেশে এসে আবার পাচার হয়ে যাচ্ছে। এক্ষেত্রে বাংলাদেশ ট্রানজিট হিসাবে ব্যবহৃত হচ্ছে।