Home Third Lead স্বর্ণের ভরি ৮০ হাজার ১৩১ টাকা

স্বর্ণের ভরি ৮০ হাজার ১৩১ টাকা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: স্বর্ণের দাম কমলো আরেক দফায়। আজ মঙ্গলবার থেকে বচেয়ে ভালো মানের স্বর্ণের ভরি এক হাজার ১৬৭ টাকা কমিয়ে ৮০ হাজার ১৩১ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ১৬৭ কমিয়ে ৮০ হাজার ১৩১ টাকা করা হয়েছে। ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ১০৮ টাকা কমিয়ে ৭৬ হাজার ৫১৫ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ৯৩৩ টাকা কমিয়ে ৬৫ হাজার ৫৫১ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৮১৬ টাকা কমিয়ে ৫৪ হাজার ৩৫৪ টাকা করা হয়েছে।

প্রায় এক মাসের ব্যবধানে স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমায় ফের স্বর্ণের দাম কমানো হযেছে।