Home আন্তর্জাতিক স্বাধীন হলো বার্বাডোস

স্বাধীন হলো বার্বাডোস

বিজনেসটুডে২৪ ডেস্ক

৪০০ বছরের ব্রিটিশ উপনিবেশ থেকে বেরিয়ে স্বাধীন হয়েছে বার্বাডোস। রানি দ্বিতীয় এলিজাবেথকে আনুষ্ঠানিক সরকার প্রধানের পদ থেকে সরিয়ে দিয়েছে বার্বাডোস।

যার ফলে ৪০০ বছরের ব্রিটিশ শাসনের অবসান হয়েছে। রানির শাসন সরিয়ে ব্রিটিশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে স্বাধীন হল বার্বাডোস। সোমবার মধ্যরাতে বার্বাডোসের রাজধানী ব্রিজটাউনে ডেম স্যান্ডা ম্যাসন ৫৫তম স্বাধীনতা দিবসে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন। এরপরেই মধ্যরাতে ব্রিজটাউনের চেম্বারলিন ব্রিজে সমবেত হাজার হাজার মানুষের উল্লাসের মধ্য দিয়ে নতুন গণতান্ত্রিক দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে বার্বাডোস। জনাকীর্ণ হিরোস স্কয়ারে ২১ বার তোপধ্বনি এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।  বার্বাডোজ গণতান্ত্রিক দেশ হিসেবে আত্মপ্রকাশ করার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স চার্লস। ছিলেন বার্বাডিয়ান গায়িকা রিহানাও। বর্তমানে বার্বাডোসের গভর্নর জেনারেল হবেন স্যান্ডা মেসন। একই সঙ্গে দেশের অ্যাটর্নি এবং বিচারপতির দায়িত্বও পালন করবেন তিনি। স্যান্ড্রা মেসন ভেনেজুয়েলা, কলম্বিয়া চিলি এবং ব্রাজিলে রাষ্ট্রদূতের কাজ করেছেন। উল্লেখ্য, আঠারো শতকের মাঝামাঝি পর্যন্ত ব্রিটিশ রাজ পরিবারের দাস ছিল বার্বাডোজ। ১৮৩৬ সালে সেই দাসত্ব প্রথা অবলুপ্ত হয়। কিন্তু স্বাধীনতা আসেনি। ব্রিটিশ সাম্রাজ্যের অংশ ছিল বার্বাডোস।