চট্টগ্রাম: ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড অনুমোদন দেয়ায় চট্টগ্রাম-১১ আসনের নারী সংগঠন ‘স্বাধীনতা নারী শক্তি’ জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে ১৪ অক্টোবর বিকেলে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় এক আনন্দ র্যালী বের করে।
র্যালীটি কমার্স কলেজ সম্মুখ থেকে যাত্রা শুরু করে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে একই স্থানে আনন্দ সমাবেশ করে।
সমাবেশে বক্তারা চট্টগ্রাম-১১ আসনের নারী সমাজের জীবন মানোন্নয়ন, স্বাবলম্বী এবং আত্ম-নির্ভরশীল করে নারীদের মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে এম. এ. লতিফ এমপি স্বাধীনতা নারী শক্তি নামক সংগঠন প্রতিষ্ঠা করায় তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আনন্দ সমাবেশে নেতৃবৃন্দ এম. এ. লতিফ এমপি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসার আশাবাদ ব্যক্ত করেন। তাঁরা এমপি মহোদয়ের সুস্থতা এবং করোনা ভাইরাস থেকে দেশবাসীকে রক্ষার জন্য মহান আল্লাহর রহমত কামনা করেন।
স্বাধীনতা নারী শক্তি’র পরিচালক অধ্যাপিকা বিবি মরিয়ম’র নেতৃত্বে র্যালীতে আরো অংশগ্রহণ করেন পরিচালক গুল নাহার বেগম, রুবি আক্তার, শাহিনুর আক্তার, সাইকা দোস্ত, গোলতাজ বেগম শান্তা, মোহছেনা আক্তার, সহকারী পরিচালক নার্গিস হোসেন, ফাতেমাতুজ্জোহরা এ্যানি, লিলি কনা দাশ, রোজিনা আক্তার, জান্নাতুল ফেরদৌস, রোকেয়া বেগম, চম্পা বিশ্বাসসহ সংগঠনের ইউনিট নেত্রী ও সদস্যবৃন্দ।-সংবাদ বিজ্ঞপ্তি