Home অন্যান্য স্বাধীনতা নারী শক্তির ৩০ নং ওয়ার্ডের সম্মেলন

স্বাধীনতা নারী শক্তির ৩০ নং ওয়ার্ডের সম্মেলন

চট্টগ্রাম: স্বাধীনতা নারী শক্তির ৩০ নং ওয়ার্ডের সম্মেলন আজ ১৯ জানুয়ারি  সরকারি সিটি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

 এম. এ. লতিফ এমপি সম্মেলনে উপস্থিত নারীদেরকে মা সম্বোধন করে বলেন-আপনারা মায়ের জাতি, আপনাদেরকে মর্যাদা দিতে আমি এ সংগঠন প্রতিষ্ঠা করেছি এবং জীবনের শেষ সময় পর্যন্ত আমি আপনাদের সহযোগিতা করে যাব ইনশাল্লাহ।

 মাহবুবুল হক মিয়া’র সভাপতিত্বে স্বাধীনতা নারী শক্তি-এর পরিচালক মনিকা ভট্টাচার্য্য এর সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর মাজহারুল ইসলাম চৌধুরী, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব জহির আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইবনে আহমদ, নারী শক্তির পরিচালক অধ্যাপিকা বিবি মরিয়ম, মাহাবুব আরা, হালিমা বারেক, সহকারী পরিচালক গোলতাজ বেগম শান্তা, পারভিন আক্তার, মোহছেনা আক্তার ও ইউনিট নেত্রী এ্যানী।

 প্রধানমন্ত্রীর আহবান ও নির্দেশনায় দেশের নারী সমাজকে আত্মনির্ভর ও মর্যাদাশীল, সর্বোপরি নারী সমাজের জীবনমান উন্নয়নে চট্টগ্রাম-১১ আসনের বসবাসকারী নারীদেরকে নিয়ে “আমরা নারী, আমরা সব পারি” এবং “আমরা নারী, আমরা বল, নারী শক্তি এগিয়ে চল” স্লোগানকে ধারণ করে নারীদের কল্যাণে এম. এ. লতিফ এমপি ২০১৭ সালে ‘স্বাধীনতা নারী শক্তি’ সংগঠন প্রতিষ্ঠা করেন।

বর্তমানে এ সংগঠনের সদস্য সংখ্যা ৩৬ হাজারের অধিক। স্বাধীনতা নারী শক্তি’র মাধ্যমে এম. এ. লতিফ এমপি’র জনকল্যাণ মূলক কর্মসূচি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে এবং সংগঠনের গতিশীলতা বৃদ্ধিতে গত ১১ জানুয়ারি থেকে ওয়ার্ড সম্মেলন শুরু হয়।

-সংবাদ বিজ্ঞপ্তি