Home চট্টগ্রাম স্বাস্থ্যবিধি মেনে চলুন: আ জ ম নাছির

স্বাস্থ্যবিধি মেনে চলুন: আ জ ম নাছির


চট্টগ্রামে করোনা ভাইরাস সংক্রমণের হার আবার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় তা প্রতিরোধে চট্টগ্রামবাসীকে শতভাগ স্বাস্থ্য বিধি ও সচেতনতামুলক নির্দেশনা মেনে চলার আহবান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

আজ ১৫ জুন মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এই আহবান জানিয়ে বলেন,
করোনা সংক্রমণ বাড়তে থাকায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর বিধি নিষেধ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সংস্থা প্রতিনিধিদেরকে নির্দেশ প্রদান করেছেন। সরকারের পক্ষ থেকে সচেতনতামূলক যে সমস্ত নির্দেশনা আসছে তা সবাইকে মেনে চলতে হবে। আমরা নিজেরা সচেতন থাকব, অপরকেও সচেতন করব। করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে হলে এর বিকল্প কিছু নেই।
বিবৃতিতে তিনি আরো উল্লেখ করেন, গতবছর করোনার প্রথম আঘাতের সময় মানুষের মাঝে যে ভয় বিরাজ করেছিল এবার সেই ভয় যেন উঠে গেছে। সবাই উদাসীন ভাবে চলাফেরা করছে। মার্কেট, যানবাহন, বিপনীবিতান, হাটবাজার বা দোকান পাট সবখানে কেউই শারীরিক দূরত্ব মানছে না।
তিনি জনসাধারণের উদ্দেশ্যে বলেন, যেখানে সেখানে কফ, থু থু ফেলবেন না। নাক মুখ ঢেকে অবশ্যই মাস্ক পরতে হবে। ঘর থেকে বের হলে সাথে স্যানিটাইজার রাখুন। হাত মেলানো, কোলাকুলি করা বা কাউকে জড়িয়ে ধরা এগুলো সব বন্ধ রাখতে হবে। বাইরে থেকে ঘরে ফিরে সাবান দিয়ে হাত ধুবেন। কখন কার মধ্যে যে এই রোগ রয়েছে, কার মাধ্যমে এই ভাইরাস সংক্রমিত হয় এটা কেউ বলতে পারে না।