Home Second Lead স্বেচ্ছায় লকডাউনে সীমান্তের এক গ্রাম

স্বেচ্ছায় লকডাউনে সীমান্তের এক গ্রাম

উত্তর সীমান্তের এক গ্রামের প্রবেশমুখে যুবকদের সতর্ক প্রহরা

বিজনেসটুডে২৪ ডেস্ক

প্রাণঘাতী করোনাভাইরাস রোধে গ্রামের মানুষের মধ্যেও বেড়েছে সচেতনতা। স্বেচ্ছায় তারা লকডাউন করছেন নিজ গ্রাম, পাড়া।

মাসুদুল হক রুবেল দিনাজপুর থেকে জানালেন উত্তরাঞ্চলীয় সীমান্ত পল্লী পালপাড়া গ্রামকে এলাকাবাসী স্বেচ্ছায় লকডাউন করার কথা। পালপাড়া হাকিমপুর ‍উপজেলার গ্রাম।

জানান, পালপাড়া গ্রাম স্বেচ্ছায় লকডাউন করেছেন ওই গ্রামের যুবসমাজ। মঙ্গলবার সকাল থেকে ওই গ্রামের দুটি প্রবেশ পথ বন্ধ। একান্ত প্রয়োজনে কেউ আসলে সাবান দিয়ে হাত ধুয়ে ও জীবানুনাশক প্রয়োগ করে তবেই প্রবেশ করতে হচ্ছে। সাবান ও জীবানুনাশক রাখা হয়েছে প্রবেশ মুখে।

পালপাড়া গ্রামের আকাশ, ইমন ও তামিম জানান, আমরা নিজেকে ও গ্রামবাসিকে করোনা ভাইরাস থেকে রক্ষা করতে এ উদ্যোগ নিয়েছি। জরুরী প্রয়োজনে কেউ গ্রামে প্রবেশ করলে তাকে জীবানুমুক্ত হয়ে প্রবেশ করতে হবে। কেউ বের হয়ে আবার গ্রামে ফিরলে একইভাবে প্রবেশ করতে হচ্ছে। সেই সাথে আমরা বাড়ি বাড়ি গিয়ে কেউ যেন বাড়ির বের না হয় সে বিষয়ে পরামর্শ দিচ্ছি।