বিজনেসটৃুডে২৪ প্রতিনিধি
ঢাকা: হরতাল সমর্থনকারীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে রাজধানীর পল্টন মোড়ে বেলা সাড়ে এগারোটার দিকে।
হরতাল সমর্থনকারীরা সড়ক অবরোধ করলে এ ঘটনা ঘটে। এর আগে সোমবার সকাল ছয়টা থেকে বাম গণতান্ত্রিক জোটের নেতা-কর্মীরা অবস্থান নিলে পল্টন মোড়ের চারদিক থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ সময় পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ছিটিয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
সকালে অবস্থানকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন বলেন, সরকার যে ভয়ের রাজত্ব কায়েম করেছে, তার প্রতিবাদে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত শহর, বন্দর, উপজেলায় সাধারণ মানুষ হরতালের সমর্থনে রাস্তায় নেমে এসেছে। ভয় দেখিয়ে সরকার মানুষকে রাস্তা থেকে সরাতে পারবে না। নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি প্রতিরোধ এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বাড়ানোর তৎপরতা বন্ধের দাবিতে গত ১১ মার্চ সকালে পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনের হলরুমে এক সংবাদ সম্মেলনে হরতাল কর্মসূচি ঘোষণা করে দলটি।