বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দর কর্মচারি নেতা মেহেদি হাসান মজুমদার এক ফেসবুক স্ট্যাটাসে সিবিএ নির্বাচন এবং নানা গ্রুপিং প্রসঙ্গে বলেছেন যে ‘হাঁস মুরগি ঝগড়া করে, ডিম নিয়ে যায় শিয়ালে’ এমন অবস্থা অত্যাসন্ন।
তিনি উল্লেখ করেন: আমি চট্টগ্রাম বন্দরের একজন কর্মচারী। আমার একমাত্র ইজম আমাদের দেশ। এরপর হলো চট্টগ্রাম বন্দর। যা দিয়ে আমার রিজিকের ব্যবস্থা হয় এবং পরিবার চলে৷
আমাদের ইসলাম ধর্মে সাম্প্রদায়িকতাকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ (সাঃ) দ্ব্যর্থহীন ভাষায় বিদায় হজ্বের সময় আমাদের নির্দেশনা দিয়ে গিয়েছেন আমরা যেনো দল, গোত্র, জাতি, ধর্ম ও বর্ণ নিয়ে সাম্প্রদায়িক না হই। মানবতার বন্ধনকে দৃঢ় করি।
শুধু ইসলাম ধর্মেই নয় অন্যান্য সকল ধর্মেই সাম্প্রদায়িকতাকে ঘৃণ্য চোখে দেখা হয়েছে।
সুতরাং সম্প্রদায়িকতার ধূম্রজাল সৃষ্টি করে আমাদের ছোট্ট এই কর্মক্ষেত্র চট্টগ্রাম বন্দরে আলাদা আলাদা গোষ্ঠী হয়ে পড়া ঠিক নয়।
ধর্ম, জেলা, বিভাগ, ডিপার্টমেন্ট, ইনডোর স্টাফ, আউটডোর স্টাফ, ওয়ার্কিং পয়েন্ট এতো এতো গ্রুপ যদি আমরা তৈরি করি তাহলে আমাদের লাভের লাভ কিন্তু কিছুই হবে না।
গ্রামের একটা প্রবাদ আছে “হাঁসে মুরগীয়ে ঝগড়া করে, ডিম নিয়ে যায় শেয়ালে” আমাদের অবস্থা তেমন হতে বেশি দেরি নাই।
চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ সিবিএ এর নেতৃবৃন্দদের সাথে আমার কোন ঝামেলা নেই। শুধুমাত্র একটি বিষয় নিয়ে মত পার্থক্য রয়েছে তা হলো সময়মাফিক নির্বাচন।
কমিটির আয়ুস্কাল নির্দিষ্ট মেয়াদের মধ্যে থাকলে কমিটির প্রতিটা সদস্যের মধ্যে তাড়না থাকবে জনপ্রিয়তা ধরে রাখার জন্য নির্বাচনী ইশতেহার অনুযায়ী কাজ করার এবং বৃহত্তর কিছু অর্জন করার।
আমি চাই সিবিএর মেয়াদ যতদিন, ততদিন কাজ করার সুযোগ। এরপর পূনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নতুন কমিটি কাজ করার সুযোগ পাবে। তাই আমার মেয়াদ দুই বছর শেষ হওয়ার পর আমি নির্বাচন করার দাবীতে কাজ করছি।