Home Second Lead হাজার কোটি টাকার পণ্য নিয়ে প্রস্তুত তামাকুমন্ডি লেনের ব্যবসায়ীরা

হাজার কোটি টাকার পণ্য নিয়ে প্রস্তুত তামাকুমন্ডি লেনের ব্যবসায়ীরা

নাজমুল হোসেন

চট্টগ্রাম: করোনার মহামারী থাবা কাটিয়ে রমরমা ঈদ বাণিজ্যের আশায় বুক বাঁধছে তামাকুমন্ডি লেইনের ব্যবসায়ীরা।

এই মার্কেটে কাপড়, মোবাইল, জুতা, রেডিমেট গার্মেন্টস থেকে শুরু করে সব কিছুর পসরা সাজানো। পাশাপাশি বিয়ে অনুষ্ঠানের জন্য যাবতীয় আইটেমও প্রায় দোকানে নজর কাড়ছে। রমজানের প্রস্তুতির বিষয়ে ব্যবসায়ীরা বলছেন, ইতিমধ্যে কয়েকটি মার্কেটে বেচা-বিক্রি শুরু হয়েছে। মফস্বলের বিক্রেতারা পণ্য কিনে নিয়ে যাচ্ছে। জুতা, রেডিমেট গার্মেন্টসের পণ্যের চাহিদা বেশি। গতবারের রমজানের লোকসান পোষাতে ধার-দেনা করে পণ্য এনেছে তারা।

মো.মোজাম্মেল হক

তামাকুমন্ডি লেইন বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো.মোজাম্মেল হক বিজনেসটুডে২৪ কে জানান, প্রায় হাজার কোটি টাকার পণ্য আনা হয়েছে। বেশির ভাগ ব্যবসায়ী অনলাইনে পণ্য অর্ডার করেছে। গতবছরের ক্ষতিতো আর পোষানো যাবেনা তারপরও ব্যবসায়ীরা আশায় আছে।

আরও বলেন, ইতোমধ্যে আমরা ১২ জনের শৃঙ্খলা কমিটি গঠন করেছি। এই কমিটির দায়িত্ব থাকবে তামাকুমন্ডি লেইন, নূপুর গলি, পূরবী গলি, সফিনা গলিসহ বিভিন্ন জায়গার অবৈধ দখল মুক্ত করা, এলাকার পরিস্কার পরিচ্ছন্নতা তদারকি করা, মার্কেট এলাকায় যানবাহনে শৃঙ্খলা নিয়ে আসা, থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, হকার নেতৃবৃন্দের সাথে বৈঠক, বিক্রেতা ও ক্রেতাদের জন্য টয়লেট ও সুপেয় পানির জন্য ব্যবস্থা গ্রহণ করা। আসন্ন রমজান উপলক্ষে ২০ জন সিকিউরিটি গার্ড নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি প্রশাসনের সাথে বৈঠক করে এখানে পুলিশ টিমের ব্যবস্থা গ্রহণ করা হবে।

কমিটির আহবায়ক মোজাম্মেল হক ক্রেতাদের উদ্দেশ্যে বলেন, অবৈধ দখলের কারণে ক্রেতারা স্বাচ্ছন্দে কেনাকাটা করতে পারতো না, কিন্তু এবার ইনশাআল্লাহ এমন কোনো সমস্যা হবে না। দোকানদারদেরকে আহবান করা হয়েছে যেন কেউ দোকানের সামনে পণ্য রেখে মানুষের হাঁটাচলার প্রতিবন্ধকতা না করে।

তামাকুমন্ডি লেনের একেক মার্কেট একেক কারণে বিখ্যাত। জুতার জন্য নূপুর মার্কেট ,গার্মেন্টস পণ্যের জন্য লতিফ মার্কেট, কসমেটিকস পণ্যের জন্য রহমান ম্যানসন, সালেহ ম্যানসন, বাহার মার্কেট। মোবাইল এক্সেসরিসজের জন্য রিজওয়ান কমপ্লেক্স , সিডিএ মার্কেট ইলেকট্রনিক পণ্যের জন্য এবং গোলাম রসুল মার্কেট, আয়েশা ম্যানসন ক্রোকারিজের জন্য।

তামাকুমন্ডি লেইনের মার্কেটে ৮টি প্রবেশপথ। পূরবী গলি, নূপুর গলি, তামাকুমন্ডি লাইন,বাহার লেইন। সবগুলো সাজানো হবে।

চট্টগ্রামে প্রায় সব মার্কেটে পণ্য যায় এখান থেকেই। স্টেশন রোড থেকে তিন পোলের মাথা পর্যন্ত তামাকুমন্ডি এরিয়া। এখানে ১১০ টি মার্কেট ও প্রায় ১২ হাজারের মতো দোকান । কর্মচারী ২০ হাজারের মতো। সব ঠিকঠাক থাকলেও নেই কোনো পার্কিং ব্যবস্থা। টেরী বাজারের পর কেনাকাটার জন্য এই মার্কেটটি অনেকের পছন্দের। কারণ এখানে পছন্দ অনুযায়ী কাপড় কেনাকাটা সম্ভব।