Home পরিবেশ খাবার ও পানি সংকট: দেড় শতাধিক হাতির মৃত্যু জিম্বাবুয়েতে

খাবার ও পানি সংকট: দেড় শতাধিক হাতির মৃত্যু জিম্বাবুয়েতে

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

পানি ও খাবারের সংকটে জিম্বাবুয়েতে কমপক্ষে ১৬০ টি হাতির মৃত্যু হয়েছে। জিম্বাবুয়েতে দীর্ঘদিন ধরে বিরাজ করছে খরা। আগামীতে এই খরা আরও হাতির মৃত্যুর কারণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জিম্বাবুয়েতে হাতির সংখ্যা প্রায় ১ লাখ। ১৪,৬৫১ বর্গকিলোমিটার আয়তনের হোয়াঙ্গ ন্যাশনাল পার্কে এদের অর্ধেকের বসবাস। এই পার্কে হাতি ছাড়াও বসবাস করে সিংহ, মহিষ, চিতাবাঘ, জিরাপসহ বিভিন্ন প্রাণী। গত বছরের আগস্ট-ডিসেম্বরে ঐসব হাতির মৃত্যু হয়েছে।

জিম্বাবুয়ের ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে বড় কোনো নদী বয়ে যায়নি। কৃত্রিম উপায়ে সেখানে পানির সরবরাহ করা হয়।  সে প্রক্রিয়াও এখন বাধাগ্রস্ত হচ্ছে। জাতিসঙ্ঘের জলবায়ু সম্মেলনে প্রাণীদের রক্ষার বিষয়টিকে তুলে ধরা হয়। ইকোসিস্টেমে বন্যপ্রাণীর গুরুত্ব তুলে ধরা হয়।