বিজনেসটুডে২৪ ডেস্ক
পানি নেই, বিদ্যুৎ নেই, ইন্টারনেট নেই, চারদিকে আছে শুধু লাশ আর হাহাকার। হামাসের হামলার প্রতিশোধ নিতে অবিরাম যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরাইল। চারদিকেই শুধু ধবংস্তূপ। গাজায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২০০।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, শনিবার হামাস জঙ্গিদের বিধ্বংসী হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েল ওই এলাকায় বিমান হামলা শুরু করে। এরপর থেকে এক হাজার ২০০ জন ফিলিস্তিনি মারা গেছে। ইসরায়েল ও ফিলিস্তিন উভয় পক্ষের মোট মৃতের সংখ্যা ২ হাজার ৫০০-এ দাঁড়িয়েছে।
এর আগে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছিল, হামাসের বন্দুকধারীরা এক হাজার ২০০ ইসরায়েলিকে হত্যা করেছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের বিভিন্ন স্থানে সিরিজ বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে এক ঘণ্টায় কমপক্ষে ৫১ জন ফিলিস্তিনি নিহত। আহতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ৬০০ জনে।
গত শনিবার যুদ্ধ শুরু হওয়ার পর গতকাল পর্যন্ত হামাসের হামলায় এক হাজার ২০০ ইসরায়েলি নিহত এবং আড়াই হাজারের বেশি আহত হয়েছে; তাদের মধ্যে ১৬৯ জন ইসরায়েলি সেনা রয়েছে। অন্যদিকে ইসরায়েলি বাহিনীর হামলায় ২৬০টি শিশুসহ এক হাজার ৫৫ জন ফিলিস্তিনি নিহত এবং পাঁচ হাজারের বেশি আহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তাদের যে লক্ষ্য দেওয়া হয়েছে, তা পূরণ করতে গাজার কাছাকাছি কয়েক লাখ সেনা মোতায়েন করা হয়েছে। গাজার চেহারা হবে আরো খারাপ।