Home Second Lead হামাসের বাঙ্কারে হামলা, আড়াই শতাধিক জিম্মি উদ্ধার করলো ‘শায়েতেত ১৩’

হামাসের বাঙ্কারে হামলা, আড়াই শতাধিক জিম্মি উদ্ধার করলো ‘শায়েতেত ১৩’

বিজনেসটুডে২৪ ডেস্ক

সপ্তম দিনেও অব্যাহত মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী লড়াই। ইসরাইল-হামাসের এই যুদ্ধে উভয়পক্ষে এখনও পর্যন্ত ৩০০০ হাজার মানুষ নিহত হয়েছেন।

অন্যদিকে ‘মুক্তিযোদ্ধা’ হামাসের হাতে বন্দি থাকা জিম্মিদের উদ্ধারে ‘শায়েতেত ১৩’  অভিযান শুরু করেছে ইসরাইল বাহিনী।  জানা গেছে, গাজা সীমান্তের কাছে সুফা সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে ২৫০ জনেরও বেশি জিম্মিকে  উদ্ধার করেছে তারা।

এই হামলায় ৬০ জন হামাস যোদ্ধাও নিহত হয়েছে বলে দাবি ইসরাইলের। সেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি গণমাধ্যম।

ভিডিয়োতে দেখা  যাচ্ছে, অত্যাধুনিক অস্ত্র নিয়ে একটি বহুতলের মধ্যে দলে দলে ঢুকছে এক দল সেনা। তার মধ্যেই বাঙ্কার লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে গুলি বর্ষণ হচ্ছে। পাল্টা গুলিও উড়ে আসছে। একে একে নিরাপদে বের করে আনছে জিম্মিদের। আহতের জন্য স্ট্রেচার ও প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা করা হয়েছে। গত শনিবার দখলদার ইসরাইলের বুকে বেনজির হামলা চালায় হামাস। তার পরই যুদ্ধ ঘোষণা   করে গাজায় হামাসের ঘাঁটি গুঁড়িয়ে দেয় ইসরাইল।