বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে হালদা নদীকে ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) প্রস্তাবনা বিবেচনায় মন্ত্রণালয় এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে।
গত ৭ জানুয়ারি আন্তঃমন্ত্রণালয় সভায় হালদা নদীকে ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ ঘোষণার বিষয়ে কর্মকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ লক্ষ্যে বিএফআরআই বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।
আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর অনুষ্ঠানে এ ঘোষণার সব প্রস্তুতি নেয়া হচ্ছে।
দেশের গুণগত মানসম্পন্ন পোনা উৎপাদন ও সামগ্রিক মৎস্যসম্পদে হালদা নদীর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। হালদা বাংলাদেশের একমাত্র জোয়ারভাটা নদী যেখানে রুই জাতীয় মাছের নিষিক্ত ডিম পাওয়া যায়। তাই হালদাকে সুরক্ষার লক্ষ্যে বিএফআরআই দীর্ঘদিন গবেষণা চালায়।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ( অর্থ ও প্রশাসন ) ড. খলিলুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গত সপ্তাহে সরেজমিনে দেখেছেন নদীটির অবস্থা। তারা সেখানে দু’পাড়ের স্টেকহোল্ডারদের নিয়ে বৈঠক করেন।