Home First Lead হালিশহরে মানাহিলের ৭৫ শয্যার করোনা হাসপাতাল

হালিশহরে মানাহিলের ৭৫ শয্যার করোনা হাসপাতাল

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: করোনা রোগীদের একেবারে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে হালিশহরে প্রস্তুত হচ্ছে পরিপূর্ণ আইসিইউ সেবাসহ ৭৫ শয্যার একটি হাসপাতাল। আগামী সপ্তাহে এটা চালু হবে  বলে আশা করা যাচ্ছে।

আর্ত মানবতার সেবায় নিবেদিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আল-মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর উদ্যোগে ৬ তলা ভবনে এই হাসপাতাল। ভবনের  নিচের তলায় থাকছে রিসেপশন, জরুরি বিভাগ ও অবজারভেশন ওয়ার্ড। বাকি ৫ তলায় বসানো হয়েছে ৭৫টি শয্যা।
ফাউন্ডেশনটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ উদ্দিন বিন জমিরউদ্দিন গণমাধ্যমকে জানান, হালিশহর বি ব্লকে এই হাসপাতালটি আগে থেকে ছিল। মাঝে কিছুদিন এটা বন্ধ ছিল। এখন যেভাবে করোনা রোগী বাড়ছে, তাতে আক্রান্তদের চিকিৎসা সংকটের কথা মাথায় রেখে হাসপাতালটিতে করোনা চিকিৎসাসেবা চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরমধ্যে প্রস্তুুতি প্রায় শেষের দিকে এবং অক্সিজেন লাইন বসানোর কাজ চলছে বলে জানান তিনি।

আরও জানান, এ পর্যন্ত ৬ জন চিকিৎসক নিয়োগ করা হয়েছে। আরও কয়েকজন নিয়োগ করা হচ্ছে। সপ্তাহ খানেকের মধ্যে এটা চালু হবে এবং বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন রোগীরা।

আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন গত ১৯ এপ্রিল হতে করোনাভাইরাসে মৃত্যুবরণ করা ব্যক্তিদের দাফন ও সৎকারের ব্যবস্থা করে আসছে। এছাড়া করোনা আক্রান্ত রোগীদের নমুনা সংগ্রহ করে হস্তান্তর এবং নতুন শনাক্তদের হাসপাতালে পৌঁছে দেয়ার কাজ নিরলসভাবে করে চলেছে।

নানুপুর জামিয়া ইসলামিয়া ওবাইদিয়ার তৎকালীন প্রধান পরিচালক মাওলানা জমির উদ্দিন (রহ.) আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ নামের এই প্রতিষ্ঠানটি চালু করেন। বাবার স্মৃতিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে তাঁর মৃত্যুর পর এই প্রতিষ্ঠানের হাল ধরেন সন্তানরা।