Home সারাদেশ হাসপাতালে ক্লিনিকের দালাল, জরিমানা

হাসপাতালে ক্লিনিকের দালাল, জরিমানা

এমরান হোসেন, জামালপুর থেকে: সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে বিভিন্ন ক্লিনিকের ৫ নারী দালালকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (৯ ফেব্রুয়ারী) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপমা ফারিসা।
স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই দালালদের কাছে জিম্মি হয়ে ছিলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা সাধারণ রোগীরা। হাসপাতালে আসা রোগীদের বিভিন্নভাবে ক্লিনিকে নিয়ে যেত তারা। এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় মনিকা বেগম, বিউটি আক্তার, মিনা বেগম, রত্না খাতুন ও জোছনা বেগমকে আটক করে ভ্রাম্যমান আদালতে প্রতিজনকে ৩ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ বদরুল হাসান জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে দালালদের হাতে রোগীদের হয়রানীর খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়। আজ অভিযান পরিচালনা করে তাদের আটক করে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপমা ফারিসা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীরা বিভিন্ন ক্লিনিকের দালালদের হয়রানীর শিকার হওয়ার খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় ৫ নারী দালালকে আটক করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।