Home Second Lead স্থলবন্দর আধুনিকায়নসহ বিভিন্ন দাবিতে হিলিতে মানববন্ধন

স্থলবন্দর আধুনিকায়নসহ বিভিন্ন দাবিতে হিলিতে মানববন্ধন

হিলি সংবাদদাতা
হিলি স্থলবন্দরকে আধুনিকায়ন এবং  হিলি রেলস্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি সহ রেল স্টেশনের আধুনিকায়নের দাবিতে ৩১ জুলাই  রোববার সকাল ১০টায়  রেল স্টেশনে মানববন্ধন কর্মসূচি পালন করেন  বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা।

হাকিমপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী জানান, দেশের ২য় বৃহত্তম স্থলবন্দর হিলি, আর এখান থেকে সরকার কোটি কোটি টাকার রাজস্ব আহরণ করে থাকে। হিলি চেকপোস্ট দিয়ে প্রতিদিন ৪শ থেকে ৫শ লোক পাসপোর্টে ভারতে যাতায়াত করে থাকেন। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত হিলি রেল স্টেশন থাকলেও পাসপোর্ট যাত্রী, ব্যবসায়ী ও এলাকাবাসী রেল সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এতে সরকার  রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। বন্দর কেন্দ্রিক এই রেল স্টেশনে স্বাধীনতার পর থেকে  উন্নয়ন ও আধুনিকায়ন হয়নি। এই রেল স্টেশনে আন্তনগর ট্রেন থামেনা। দীর্ঘদিন থেকে ঢাকাগামী আন্তনগর ট্রেন দাঁড়ানোর দাবি জানানো হয় এবং রেলমন্ত্রীকে জানানো হলে আশ্বাস পেলেও বাস্তবায়ন হয়নি। এমনকি সংসদ সদস্য শিবলী সাদিক সংসদ  অধিবেশনে স্টপেজ দাবি করলেও তা আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি।

তিনি আরও বলেন, হিলি বন্দরকে আধুনিক নগর ও রেল স্টেশনে আন্তনগর ট্রেন দাবিতে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী  বরাবর গত ১৮ জুলাই  তারিখে স্মারক লিপি দেওয়া হয়েছে এবং আজ ৩১ জুলাই সকাল ১০ টায়  হিলি রেল স্টেশনে এক ঘন্টার জন্য মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন কর্মসূচি শেষে হাকিমপুর পৌরসভার মেয়র  জামিল হোসেন চলন্তকে  মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ  হতে স্মারকলিপি  প্রদান করা হয়।