মোঃ নুরুজ্জামান হোসেন, হিলি থেকে: হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক।
বুধবার ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ওপারে বন্ধ থাকায় আমদানি-রপ্তানি হচ্ছে না।
বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত
জানান, আজ ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস। দিবসটি উপলক্ষে সে দেশে সরকারি ছুটি থাকায় ব্যবসায়িরা হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে আমাদেরকে আগেই অবহিত করেছেন। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) থেকে এই বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম পূর্বের নিয়মে চলবে।
হিলি বন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক বলেন,বুধবার আমদানি রপ্তানি বন্ধ থাকলেও বন্দরের অভ্যন্তরীন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বন্দর থেকে ট্রাকে পণ্য লোডিং হচ্ছে।
এদিকে, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) সেকেন্দার আলী বলেন, বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি চেকপোস্ট দিয়ে ভারতে আটকা পড়া পাসপোর্টধারী যাত্রীদের দেশে ফিরে আসা স্বাভাবিক রয়েছে।