Home আন্তর্জাতিক ভারতমুখী জাহাজ ছিনতাই

ভারতমুখী জাহাজ ছিনতাই

হুতি বিদ্রোহীদের ছিনতাই করা জাহাজ

বিজনেসটুডে২৪ ডেস্ক

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে ভারতমুখী একটি কার ক্যারিয়ার ছিনতাই করেছে। ইয়েমেনের কাছে  রবিবার জাহাজটি ছিনতাই হয়েছে।

বাহামা পতাকাবাহী এই জাহাজের নাম গ্যালাক্সি লিডার।  এক ব্রিটিশ কোম্পানি এটার মালিক। ইসরাইলের ধনকুবের আবরাহাম উঙ্গারের মালিকানা রয়েছে এই কোম্পানিতে।  একটি জাপানি কোম্পানি গ্যালাক্সি লিডারকে লিজ নিয়েছে।

জানা যায়, হুতি বিদ্রোহীরা হেলিকপ্টারে উড়ে গিয়ে গ্যালাক্সি লিডারকে ছিনতাই করে।

ইসরাইল প্রতিরক্ষা বাহিনী রবিবার ঘটনাটি নিশ্চিত করে বলেছে যে জাহাজটিতে কোন ইসরায়েলি নেই। গ্যালাক্সি লিডার  তুরস্ক থেকে জাহাজটি পণ্য নিয়ে ভারত যাচ্ছিল। এতে বিভিন্ন দেশের ২৫ জন নাবিক রয়েছে। তারা ইউক্রেন, বুলগেরিয়া, ফিলিপাইন এবং মেক্সিকোর অধিবাসী। তবে, কোন ইসরায়েলি নেই। রবিবার হুতি বিদ্রোহীরা এক্স-এ ( সাবেক টুইটার) এক ট্যুইটবার্তায় বলেছে যে ইসরায়েলী কোম্পানির সব জাহাজ তাদের লক্ষ্য। হুতির ‍সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারেয়া এক বিবৃতিতে ইসরায়েলী ফ্রেইট ক্যারিয়ার এবং জাহাজে কর্মরত নাবিকদের নামিয়ে নেয়ার জন্য সব দেশকে আহ্বান জানিয়েছেন।

ইয়েমেনের জাইদি শিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী হুতি বিদ্রোহী নামেই বেশি পরিচিত।।