Home তথ্য প্রযুক্তি হোয়াটসঅ্যাপে অনুবাদ সুবিধা, চ্যাট হবে আরও সহজ

হোয়াটসঅ্যাপে অনুবাদ সুবিধা, চ্যাট হবে আরও সহজ

বিজনেসটুডে২৪ ডেস্ক: জনপ্রিয় মেসেজ প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ আপডেটেড মডেলে ট্রান্সলেশন ফিচার যোগ করতে চলেছে ৷ নতুন এই আপডেটড ফিচারের সাহায্যে সহজেই যেকোনও মেসেজ অনুবাদ করা যাবে ৷ আপাতত এই ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে ৷ এই ফিচারের সাহায্য়ে সহজেই চ্যাটবক্সে সরাসরি অনুবাদ করা যাবে ৷

আগে হোয়াটসঅ্যাপে সরাসরি মেসেজ ট্রান্সলেট করার  ব্যাবস্থা ছিল না ৷ অন্যভাষার মেসেজ অনুবাদ করার জন্য অন্য অ্যাপের সাহায্য নিতে হত ব্যবহারকারীদের ৷ নতুন ফিচারের সাহায্যে এই সমস্যা থেকে রেহাই মিলেছে ব্যবহারকারীদের ৷ টি এন্ড-টু-এন্ড এনক্রিপশন (E2EE)-এর ক্ষেত্রেও কোনও সমস্যার সৃষ্টি করবে না ৷

পরীক্ষা মূলক পর্যায়ে আছে

বার্তা অনুবাদ ফিচারটি বর্তমানে আপডেটেড পর্যায়ে রয়েছে ৷ WABetaInfo-এর তথ্য অনুযায়ী মেটা-মালিকানাধীন মেসেজিং অ্যাপটি সর্বশেষ অ্যান্ড্রয়েড ভার্সন 2.25.12.25-এর WhatsApp বিটাতে পরীক্ষামূলক ভাবে চালু করা হয়েছে । WABetaInfo-র শেয়ার করা স্ক্রিনশট অনুযায়ী নতুন ফিচারটি ব্যবহার করতে পারছেন বিটা ভারসনের ব্যবহারকারীরা ৷ রিপোর্ট অনুসারে, হোয়াটসঅ্যাপ বিটা পরীক্ষকদের অ্যাপের সাহায্যে সরাসরি ভাষা প্যাক ডাউনলোড এবং অনুবাদের সুবিধা রয়েছে ৷

এই ফিচারটি কোন ভাষা সাপোর্ট করে?

এই অনুবাদ বৈশিষ্ট্যটি এখন হিন্দি, স্প্যানিশ, আরবি, পর্তুগিজ (ব্রাজিল) এবং রাশিয়ান ভাষা সাপোর্ট করে ৷ এই ভাষাগুলিতে লেখা বার্তাগুলি সরাসরি অনুবাদের সাহায্য করে ।

বৈশিষ্ট্যটি কীভাবে ব্যবহার করবেন?

  • ব্যবহারকারীদের প্রথমে ভাষা প্যাকটি ডাউনলোড করে চ্যাট তথ্য স্ক্রিনে যেতে হবে ৷ যে ভাষায় বার্তাগুলি অনুবাদ করতে চান তা নির্বাচন করতে হবে ।
  • প্রতিটি চ্যাটের ভাষার ভিত্তিতে নির্বাচনের সুযোগ থাকবে । ব্যবহারকারীরা প্রতিটি ভাষার জন্য আলাদা আলাদা অনুবাদ সেট আপ করতে পারবেন।
  • ব্যবহারকারীরা নিজে থেকে অনুবাদ না করার সিদ্ধান্ত নিতে পারেন।
  • এছাড়াও মেসেজ বিকল্পগুলি খুলে ‘অনুবাদ করুন’ -এ ট্যাপ করে ম্যানুয়ালি অনুবাদ করা যাবে ৷

অনুবাদ সবসময় সঠিক হবে কি !

হোয়াটসঅ্যাপ মেসেজ ট্রান্সলেশন ফিচারটি E2EE সংরক্ষণের জন্য ল্যাঙ্গুয়েজ প্যাকের সাহায্যে ডিভাইসে কাজ করবে। বার্তাগুলির অনুবাদ ক্লাউড-ভিত্তিক অনুবাদ পরিষেবাগুলির মতো সঠিক নাও হতে পারে। ভয়েস মেসেজ ট্রান্সক্রিপশন ফিচারের মতোই হতে পারে ৷ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ডিভাইসে মেসেজ ট্রান্সলেশন ফিচারটি ব্যবহার করতে চান কিনা সেটি বেছে নেওয়ার সুযোগ থাকবে ৷ এই ফিচারটি বিটা ভারসনে পাওয়া যাচ্ছে ৷ পরীক্ষা শেষ হলে এটি অন্যান্য ব্যবহারকারীদের জন্য উপলব্ধ হবে।