Home পণ্যবাজার ‘হোয়াইট টি’কেজি ৫ হাজার ৮শ’

‘হোয়াইট টি’কেজি ৫ হাজার ৮শ’

বিজনেসটুডে২৪ ডেস্ক:

নিলামে হবিগঞ্জ বৃন্দাবন চা বাগান কর্তৃপক্ষ ‘হোয়াইট টি’ নামে এক কেজি চা বিক্রির জন্য নিয়ে আসে। ঔষধি গুণাবলি থাকায় অনেকেই এই চা কিনতে আগ্রহী হন।মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৭তম চা নিলামে ১ কেজি ‘হোয়াইট টি’ বিক্রি হয়েছে ৫ হাজার ৮শ’ এগারো টাকায়।

‘হোয়াইট টি’ ঔষধি গুণসম্পন্ন হওয়ায় ক্রেতাদের মধ্যে ব্যাপক কৌতূহলের জন্ম দেয়। তবে পরিমাণে ছিলো মাত্র এক কেজি। এতে অনেকের কেনার আগ্রহ থাকলেও তা আর সম্ভব হয়নি। অবশেষে শ্রীমঙ্গল সেলিম টি হাউজ ৫ হাজার ৮শ’ এগারো টাকায় কিনে নেয়।

বুধবার (৩ ফেব্রুয়ারি) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে সকাল থেকে অনুষ্ঠিত হয় চা নিলাম।

বিভিন্ন চা বাগান থেকে প্রায় ৬০ হাজার কেজি চা পাতা বিক্রির জন্য নিলামে উত্তোলন করা হয়। যার বাজার দাম প্রায় কোটি টাকা। এবারের নিলামে প্রথমবারের মতো পঞ্চগড় জেলার চা পাতা নিলামে নিয়ে আসা হয়।

এদিকে, রূপসী বাংলা টি ব্রোকারর্স এর সত্ত্বাধিকারী এস এম এন মনির জানান, তার হাউজ থেকে প্রায় ৯ হাজার কেজি চা বিক্রি হয়েছে।

চলতি মাসে আরও ৩টি নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে নিলাম সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।