বিজনেসটুডে২৪ প্রতিনিধি
কক্সবাজার: টেকনাফের কনাফের জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্প থেকে ২ কেজি ক্রিস্টাল মিথাইল অ্যামফিটামিন আইস মাদক উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজার মূল্য ১০ কোটি টাকা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উপ অঞ্চলের সহকারি পরিচালক (এডি) মো. মেহেদী হাসান এই তথ্য জানিয়েছেন।
অধিদপ্তরের এই কর্মকর্তা জানান, বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেল ৩টার দিকে রাজধানীর সেগুন বাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
মাদকগুলো মিথাইল অ্যামফিটামিন জাতীয় বলে জানিয়েছে ডিএনসি। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বুধবার সকালে ডিএনসির টেকনাফ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফার নেতৃত্বে অভিযান চালিয়ে মাদকগুলো উদ্ধার করেন।