Home Second Lead পরিচ্ছন্ন ও মশামুক্ত নগরী চাই: মেয়র

পরিচ্ছন্ন ও মশামুক্ত নগরী চাই: মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী দায়িত্বভার গ্রহণের দ্বিতীয় দিনে পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা, সুপারভাইজারদের জানিয়ে দিয়েছেন তিনি চট্টগ্রাম নগরীকে পরিচ্ছন্ন, মশামুক্ত ও নগরবাসীর বাস উপযোগী দেখতে চান। ১০০ দিনের অগ্রাধিকার দেয়া কর্মসূচি নিয়ে কাজ শুরু করবেন তিনি।

বুধবার (১৭ফেব্রুয়ারি) সকালে কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারি সুপারভাইজারদের সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমার ১০০ দিনের অগ্রাধিকার দেয়া কর্মসূচি নিয়ে কাজ শুরু করবো। কর্মসূচির মধ্যে থাকবে নগরকে মশা মুক্ত করা,পরিস্কার পরিচ্ছন্ন রাখা ও ভাঙা রাস্তা-ঘাট মেরামত করা। তিনি বলেন, যারা আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করবেন, তাদের আমি সব ধরনের সহায়তা করার সর্বোচ্চ চেষ্টা করবো। আর যদি কেউ দায়িত্ব পালনে অবহেলা করেন,তাহলে কোন ছাড় নাই।

কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক সভাপতিত্ব করেন।

এসময় সুপারভাইজার ও কর্মকর্তাদের উদ্দেশ্যে মেয়র বলেন, অতীতে কি হয়েছে, কি হয়নি এটা আমার কাছে বিবেচ্য নয়। এখন থেকে আপনারা শতভাগ আন্তরিক হয়ে কাজ করবেন এটা আমার প্রত্যাশা। তিনি এই সময় মেয়র থাকাকালে তাঁকে দিয়ে কোন ধরনের অনৈতিক কার্যক্রম কেউ করাতে পারবে না বলে জানিয়ে পরিচ্ছন্ন সুপারভাইজার ও কর্মকর্তাদের দৃঢ় মনোবল, সাহস নিয়ে কর্ম পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, নবনির্বাচিত মেয়রের নির্বাচনী ইশতেহার এখন সিটি কর্পোরেশনের ইশতেহার। এই ইশতেহারের ১৫ নং অনুচ্ছেদে নগরকে মশামুক্ত করতে পরিবেশবান্ধব কীটনাশক ছিটানো, পুকুর, ডোবা, খাল-নালা, জলাশয় পরিস্কারের কথা উল্লেখ আছে। নবনির্বাচিত মেয়রের নির্দেশে এখন থেকে এই কর্মসূচিকে অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করুন।

দুই-তিন দিনের মধ্যে মশা নিধনে কীটনাশকের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ১০ দিনের মধ্যে কাজ শুরু হবে বলে কাজী মুহাম্মদ মোজাম্মেল হক জানান।

-সংবাদ বিজ্ঞপ্তি।