মোঃ নুরুজ্জামান হোসেন, হিলি ( দিনাজপুর ) থেকে: ১৪ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে চিপস পাথর আমদানি রবিবার শুরু হয়েছে। ভারতে পার্কিং চার্জ বৃদ্ধি ও ওভারলোডিং বন্ধসহ নানা জটিলতায় পাথর আসা বন্ধ ছিল।
ভারত থেকে ১৩ টি ট্রাক ৩৩৮ টন চিপস পাথর নিয়ে বন্দরে প্রবেশ করেছে সকালে।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক কাষ্টমস্ ও বন্দর বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইটি জানান, গত ১৩ ফেব্রুয়ারি থেকে হিলি বন্দর দিয়ে চিপস পাথর আমদানি বন্ধ ছিল। তবে এ সময়ে ট্রাকে নির্দিষ্ট পরিমাণের মধ্যে বোল্ডার পাথর আমদানি অব্যাহত ছিল। রবিবার থেকে পুনরায় আসা শুরু হয়েছে চিপস পাথরের চালান।
হিলি পানামা পোর্ট-এর জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে এই পাথরের ব্যাপক চাহিদা রয়েছে। আজ থেকে আমদানি শুরু হওয়ায় সরকারের রাজস্ব আয় যেমন বাড়বে, তেমনি স্থলবন্দরের দৈনন্দিন আয়ও বৃদ্ধি পাবে।
ভারতে গত ১২ ফেব্রুয়ারি থেকে ওভারলোডিং বন্ধসহ ট্রাকের পার্কিং চার্জ দিনে ১শ’ টাকার স্থলে ৪শ’ টাকা, হল্টেজ চার্জ সারাদিনে ৩০ টাকার পরিবর্তে ঘণ্টা প্রতি ৫০ টাকা করে নেওয়ার প্রতিবাদে ১৩ ফেব্রুয়ারি হিলি বন্দর দিয়ে চিপস পাথর রফতানি বন্ধ করে দেন ভারতীয় ব্যবসায়ীরা।