Home চট্টগ্রাম ১৫ অক্টোবরের পর ট্রেড লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান সীলগালা

১৫ অক্টোবরের পর ট্রেড লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান সীলগালা

 

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: ট্রেড লাইসেন্স ছাড়া কেউ ব্যবসা করতে পারবেন না। ১৫ অক্টোবরের পর সীলগালা করে দেয়া হবে ট্রেডলাইসেন্সবিহীন ব্যবসা প্রতিষ্ঠান।

সিটি প্রশাসক খোরশেদ আলম সুজন সোমবার দুপুরে তাঁর দপ্তরে পরিবহন ব্যবসায়ীদের সাথে মত বিনিময়কালে এ কথা বলেন।

বলেন, এই শহরে ব্যবসা করতে হলে সরকারি নিয়মানুযায়ী ট্রেড লাইসেন্স থাকা আবশ্যক। অন্যথায় পরিকল্পিত নগরায়নের অন্তরায় হয়ে দাঁড়াবে। সমগ্র বাংলাদেশের প্রেক্ষাপটে চট্টগ্রাম  ব্যবসার প্রাণ কেন্দ্র। এখানে যুগে যুগে বিদেশী বণিকেরা ব্যবসার প্রসার ঘটিয়েছেন।

নগরীতে বেড়েছে জনসংখ্যা। তাই যুগ ও পরিবেশের সাথে তাল মিলিয়ে শহরের অস্তিত্ব  রক্ষায় আমাদেরকেও শহরের প্রতি যত্নশীল হতে হবে। এখনো লাইসেন্স করেননি এমন ব্যবসায়ীদের জন্য চসিকের পক্ষ থেকে সময় দেয়া হয়েছে। আগামী ১২ অক্টোবরে মধ্যে ট্রেড লাইসেন্স করার জন্য শেষ সময় নির্ধারণ করেছেন প্রশাসক। ব্যবসায়ীদের সুবিধার্থে ট্রেড লাইসেন্স নবায়নে সার চার্জ মওকুফ করা হবে বলেও ঘোষণা দেন তিনি। অন্যথায় ১৫ অক্টোবরের পর ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করা হবে। তিনি রাস্তায় বা রাস্তার পাশে দীর্ঘক্ষণ মালামাল লোড-আনলোড করা থেকে বিরত থাকার আহবান জানিয়ে বলেন, সর্বোচ্চ ২০ মিনিটের মধ্যে মালামাল লোড-আনলোড সারতে হবে।

বাংলাদেশ ট্রাক কভার্ডভ্যান ও পণ্য পরিবহন মালিক ফেডারেশনের মহাসচিব মো. আবু মোজাফ্ফর, সহ সভাপতি এম কিবরিয়া দোভাষ,সাধারণ সম্পাদক চৌধুরী জাফর আহমদ, ডিসি রোড ট্রাক মিনিট্রাক পিকআপ মালিক সমিতির সভাপতি মো. ইসলাম ইভান বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে মো. জামাল, মো. তৌহিদুল আলম, মুফিজুর রহমান টিপু, মুফিজুর রহমান মুন্না, মনিরুল ইসলাম, মো. খলিল, মো. এমরান, এস এহছানুল করিম, মো. ফাহিম হোসেন বাবু, মো. আবু বকর সিদ্দিক, মো. মিজানুর রহমান, মো. রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।