Home First Lead ১৬ মে পর্যন্ত স্টোররেন্ট মওকুফ বন্দরের

১৬ মে পর্যন্ত স্টোররেন্ট মওকুফ বন্দরের

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: আমদানি পণ্য চালানে শতভাগ স্টোর রেন্ট মওকুফের সময়সীমা  ১৬ মে পর্যন্ত বৃদ্ধি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ব্যবসায়ীদের অনুরোধে তৃতীয়বারের মত এই সুবিধা প্রদান করা হলো।

এতে সন্তোষ প্রকাশ করেছেন চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম এবং  মেট্রোপলিটন চেম্বারের সহ-সভাপতি এ এম মাহবুব চৌধুরী এবং অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ।

বন্দর কর্তৃপক্ষ দু’দফায় শতভাগ স্টোররেন্ট মওকুফ করেছে। প্রথম দফায় ছিল গত ২০ এপ্রিল পর্যন্ত। পরবর্তীতে আবার এই সুবিধা দেয়া হয় ৪ মে পর্যন্ত। এই সুবিধা নিয়ে প্রচুর আমদানি পণ্য চালান ডেলিভারি নেয়া হয়েছে প্রতিদিন। তৈরি পোশাক শিল্পের কাঁচামালের চালানও খালাস হচ্ছে প্রচুর পরিমাণে। তাতে জাহাজ জট কমেছে।

দ্বিতীয় দফায় বাড়ানো সময়সীমা শেষ হয়ে গেছে সোমবার। তৃতীয় বারের মত বৃদ্ধির ঘোষণা দেয়া হলো আজ মঙ্গলবার।

বন্দরের পরিচালক ( পরিবহন ) এনামুল করিম জানিয়েছেন, চলমান দুঃসময়ে আমদানি-রপ্তানিকারকদের প্রণোদনা দেয়ার জন্য বন্দর কর্তৃপক্ষ স্টোর রেন্ট শতভাগ মওকুফের সুবিধা আবার বৃদ্ধি করলো। জানান, বন্দরে অবতরণ করা যেসব কন্টেইনারের ৪ দিন ফ্রি টাইম সরকার ঘোষিত সাধারণ ছুটি অর্থাৎ২৬ মার্চ বা তারপর শেষ হযেছে সেগুলো আগামী ১৬ মে তারিখের মধ্যে খালাস নেয়া হলে প্রযোজ্য স্টোররেন্ট শতভাগ মওকুফ সুবিধা পাবে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, ১৬ মে তারিখের মধ্যে খালাস করা না হলে এরপর পেনাল রেন্ট আরোপ করা হতে পারে।

সরকার ঘোষিত সাধারণ ছুটি, লকডাউন যতদিন থাকবে ততদিনের জন্য এই সুবিধা সম্প্রসারণের আহ্বান জানিয়েছিলেন বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক।

চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম বন্দরের অপারেশনাল কার্যক্রমকে স্বাভাবিক পর্যায়ে আনার জন্য স্টোররেন্ট মওকুফ সুবিধা বাড়ানোর জন্য নৌ প্রতিমন্ত্রী বরাবরে পত্র দেন। বন্দরের এই সিদ্ধান্তে তিনি সন্তোষ প্রকাশ করে বিজনেসটুডে২৪ কে বলেছেন যে বন্দরে বিরাজমান জাহাজ জট ও কন্টেইনার জট নিরসন করতে এই সুবিধা বাড়িয়ে ডেলিভারি জোরদার করার প্রয়োজনীয়তা অপরিহার্য ছিল। আশা করেন, খুব শিগগির পরিস্থিতির আরও উন্নতি হবে।