Home শিক্ষা ২ এপ্রিল মেডিকেল ভর্তি পরীক্ষা

২ এপ্রিল মেডিকেল ভর্তি পরীক্ষা

বিজনেসটুডে২৪ ডেস্ক

নতুন শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা সামনের ২ এপ্রিল অনুষ্ঠিত হতে আর কোনো বাধা থাকল না। প্রথম বর্ষ এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা স্থগিত চেয়ে করা রিট আবেদন খারিজ হয়েছে।

বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করে দিয়েছেন।

তৈমুর খান নামে এক ব্যক্তি ২১ মার্চ ওই রিট আবেদনটি করেন, যা আজ ২৪ মার্চ শুনানি হয়। শুনানিতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মুনতাসীর মাহমুদ রহমান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা সামনের ২ এপ্রিল অনুষ্ঠিত হবে । কিন্তু করোনা পরিস্থিতির কারণে এই তারিখ পেছানোর দাবি জানিয়েছিল মেডিকেল ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের একটি অংশ।

দেশের ৪৭টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৪ হাজার ৩৫০টি। আর ৭০টি বেসরকারি মেডিকেল কলেজে আরও ৬ হাজার ৩৪০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। তবে দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে ২৮২টি আসন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।

২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা ১৯টি কেন্দ্রের ৫৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষার কেন্দ্র আরও বাড়তে পারে। এ বছর ১ লাখ ২২ হাজার ৭৬১ জন পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করেছেন। এ হিসাবে  আসনপ্রতি ২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।