Home জাতীয় ২ জানুয়ারিও রিটার্ন জমা নেয়া হবে

২ জানুয়ারিও রিটার্ন জমা নেয়া হবে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: যারা আয়কর রিটার্ন জমা দিতে পারেননি, তাদের জন্য জন্য বিশেষ সুযোগ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড ( এনবিআর )। আগামী ২ জানুয়ারি তারা রিটার্ন পেশ করতে পারবেন।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাজস্ব বোর্ড জানিয়েছে, আগামীকাল ৩১ ডিসেম্বর শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় ২০২১-২২ করবর্ষের জন্য ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানো হয়েছে। শেষ তারিখ ২ জানুয়ারি ২০২২। জরিমানা ছাড়া এই তারিখে করদাতারা রিটার্ন জমা দিতে পারবেন।

জাতীয় রাজস্ব বোর্ড গত ৩০ নভেম্বর এক প্রজ্ঞাপনে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩০ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছিল।