Home ব্যাংক-বিমা ২০% লভ্যাংশ ঘোষণা ঢাকা ইন্স্যুরেন্সের

২০% লভ্যাংশ ঘোষণা ঢাকা ইন্স্যুরেন্সের

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বীমা খাতের তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স। অর্থাৎ অভিহিত মূল্য ১০ টাকার প্রতি শেয়ারের বিপরীতে ২ টাকা করে নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডাররা।

এ লভ্যাংশ ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাব বছরের জন্য। গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ সুপারিশ করেছে। ঢাকা ইন্স্যুরেন্স সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত বছর কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৯ পয়সা। ২০১৯ সালে কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ০৬ পয়সা। ২০১৯ সালের জন্য বীমা কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।