Home Third Lead ৩দিন ব্যাংক লেনদেন ১০ টা-৪ টা

৩দিন ব্যাংক লেনদেন ১০ টা-৪ টা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: ঈদুল আজহার আগে তিনদিন অর্থাৎ ১৫, ১৮ ও ১৯ জুলাই ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। অন্য কার্যক্রম সম্পন্ন করার জন্য ব্যাংক খোলা থাকবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

মঙ্গলবার (১৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক সার্কুলারে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে তফসিলী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঈদের আগে ব্যবসা-বাণিজ্য পরিচালনা ও অর্থনৈতিক কর্মকান্ড স্বাভাবিক রাখার স্বার্থে ১৫, ১৮ ও ১৯ জুলাই সকাল ১০টা থেকে বেলা ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে। এ সময় মাস্ক পরিধানসহ অন্য স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে হবে।

পোশাক কারখানা এলাকায় ১৭ ও ২০ জুলাই ব্যাংক খোলা

রাজধানী ও আশপাশের এলাকার পোশাক কারখানার শ্রমিকদের বেতন-ভাতা দেয়ার জন্য ১৭ জুলাই ও ঈদের আগের দিন ২০ জুলাই ব্যাংক খোলা থাকবে।

সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার ব্যাংক খোলা রাখার নিদের্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে ঢাকা মহানগরী, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম জেলার পোশাক কারখানা এলাকার সব ব্যাংক খোলা রাখতে হবে।