বিজনেসটুডে২৪ ডেস্ক
পূর্ব চীনের দরিদ্র পরিবারে জন্ম নেয়া জ্যাক মা এখন এশিয়ার ধনীতম ব্যক্তি। তিনি আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৪৪.৫ বিলিয়ম ডলার। তাঁর সাফল্যকে বরাবরই বড় চোখে দেখে বিশ্ব।
ভারত শ্রেষ্ঠ শিল্পপতি মুকেশ আম্বানী ছিলেন এতদিনি এশিয়ার ধনীতম ব্যক্তি । বিশ্ব বাজারে তেলের দাম পড়ে যাওয়ায় তাঁর যে পরিমাণ সম্পত্তির লোকসান হয়েছে তার ফলে এশিয়ার ধনী ব্যক্তির তালিকায় এক নম্বরে উঠে এসেছেন জ্যাক মা।
সোমবার প্রকাশিত হওয়ায় ব্লমবার্গ বিলিয়োনেয়ার ইনডেক্স অনুযায়ী শীর্ষস্থান ছেড়ে দু-নম্বরে নেমে এসেছেন মুকেশ আম্বানা। এক নম্বরে আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাক মা।
এশিয়ার ধনীতম জ্যাক মা পূর্ব চিনের হাংঝৌ শহরে দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন ১৯৬৪ সালের ১০ সেপ্টেম্বর। সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন।
হাইস্কুল শেষ করে কলেজে ভর্তির জন্য তিনি পর পর দু’বার পরীক্ষা দিলেও পাশ করতে পারেননি।
শেষ পর্যন্ত তিনি হাংঝৌ টিচার্স ইন্সিটিউটে ভর্তি হন। সেখান থেকে ১৯৮৮ সালে স্নাতক হোয়ার পরে চাকরির খোঁজে নেমেছিলেন জ্যাক মা।
শোনা যায়, ৩০টি প্রতিষ্ঠানে চাকরির আবেদন করে তিনি প্রত্যাখ্যাত হয়েছিলেন। যে সব প্রতিষ্ঠান তাঁকে চাকরি দেয়নি, তার মধ্যে কেএফসিও রয়েছে।
তাঁর আসল নাম মা ইউয়ান। কিন্তু তিনি বিখ্যাত হয়েছেন জ্যাক মা নামে।
৭। আলিবাবা চালাতে গিয়ে তিনি বিভিন্ন সময়ে অভিনব সব সিদ্ধান্ত নিয়েছেন এবং তাতে সাফল্যও পেয়েছেন।
আলিবাবা নামে ই-কমার্স প্লাটফর্মটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠা করেন জ্যাক মা। এটি বিশ্বের শীর্ষ ১০টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মধ্যে একটি। আলিবাবা এখন বিশ্বের নবম মূল্যবান ব্ৰ্যান্ড।