Home Second Lead ৪ ঘণ্টা গ্যাস বন্ধের জেরে শ্রম অসন্তোষের আশঙ্কা বিজিএমইএ’র

৪ ঘণ্টা গ্যাস বন্ধের জেরে শ্রম অসন্তোষের আশঙ্কা বিজিএমইএ’র

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: আজ মঙ্গলবার থেকে পরবর্তী ১৫ দিন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত শিল্প গ্রাহকদের গ্যাস ব্যবহার বন্ধ রাখার নির্দেশনায় বিজিএমইএ-র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, এ সিদ্ধান্তের জেরে শ্রমিক অসন্তোষসহ এখাতে বিশৃঙ্খলা সৃষ্টির সমূহ আশঙ্কা রয়েছে।

সৈয়দ নজরুল ইসলাম

বিবৃতিতে বলা হয়, করোনাকালীন স্থগিত ও বাতিলকৃত রপ্তানি আদেশসমূহ সহ নতুন নতুন বিপুল পরিমাণ রপ্তানি আদেশ বর্তমানে বাংলাদেশের  পোশাক শিল্পে চলমান। যা ক্রেতার নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়সীমার মধ্যে জাহাজীকরণের বাধ্যবাধকতার কারণে ঈদুল ফিতরের পূর্বে দ্রুত উৎপাদন কার্যক্রম সম্পাদনে এ শিল্প সংশ্লিষ্ট সবাই ব্যস্ত।  এ অবস্থায় পেট্রোবাংলা কর্তৃক ১৫ দিনের জন্য প্রতিদিন ৪ ঘণ্টা গ্যাস ব্যবহার বন্ধ রাখার সিদ্ধান্তে পোশাক শিল্পসহ বিভিন্ন শিল্পখাতে উৎপাদন কার্যক্রম চরমভাবে বিঘ্ন হয়ে রপ্তানি ব্যাহত হবে। ফলে আসন্ন ঈদুল ফিতরের পূর্বে ও পরবর্তী মাসেও শ্রমিক বেতন ভাতা পরিশোধে সমস্যার কারণে শ্রমিক অসন্তোষ সহ এ সেক্টরে বিশৃঙ্খলা সৃষ্টির সমূহ আশঙ্কা রয়েছে।   এ সিদ্ধান্ত পোশাক শিল্প ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। যা জাতীয় অর্থনীতির জন্য চরম আত্মঘাতি হবে। এরফলে বিদেশি ক্রেতাদের নিকট  বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের ভাবমূর্তি ক্ষুন্ন করবে।

রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন ও জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত রাখার স্বার্থে শিল্প শ্রেণি গ্রাহকদের গ্যাস ব্যবহার বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।

উল্লেখ্য,  গ্যাস সংকট মোকাবিলায় শিল্পে গ্যাস রেশনিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিদিন চার ঘণ্টা শিল্প-কারখানায় গ্যাসের ব্যবহার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।

আজ মঙ্গলবার থেকে পরবর্তী ১৫ দিন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত শিল্প গ্রাহকদের গ্যাস ব্যবহার বন্ধ থাকবে। শিল্প শ্রেণির সব গ্রাহককে প্রতিদিন ওই সময় গ্যাস ব্যবহার বন্ধ রাখার নির্দেশনা দিয়ে বিতরণ কোম্পানিগুলোকেও বিষয়টি তদারকি করতে বলেছে পেট্রোবাংলা।