বিজনেসটুডে২৪ প্রতিনিধি
রাজশাহীঃ জেলার বাঘা উপজেলায় পদ্মা নদীতে জেলের জালে মিলেছে ৪০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ।
রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চকরাজাপুর গ্রামের জেলে ওলিয়ার রহমানের জালে মাছটি ধরা পড়ে।
ওলিয়ার রহমান তার মাছের দাম হাঁকছেন কেজিপ্রতি ১ হাজার ১০০ টাকা।
ওলিয়ার জানান, প্রতিদিনের মত রবিবারও তিনি পদ্মা নদীতে যান মাছ শিকারের জন্য। এ দিন তার ভাগ্য ছিল সুপ্রসন্ন। জালে পেয়ে যান বিশালাকার এই বাঘাইড়। নদীতীরে আনার পর মাছটি দেখতে স্থানীয়রা ভিড় জমান। মাছটি বিক্রির জন্য স্থানীয় এক ব্যক্তির কাছে রাখা হয়েছে।
১ হাজার ১০০ টাকা দরেই মাছটি কেনার জন্য ইতোমধ্যে অনেকে টাকা তুলতে শুরু করেছেন। বিকাল নাগাদ এই মাছ কেটে বিক্রি করা হবে বলেও জানান ওলিয়ার রহমান।